কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত

0
810

কানাডায় গতকাল বৃহস্পতিবার দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন তিন বাংলাদেশি শিক্ষার্থী। তাঁরা ইউনিভার্সিটি অব ম্যানিটোবায় পড়াশোনা করতেন। স্থানীয় সময় ভোর সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রদেশটির উইনিপেগ শহর থেকে ১১৫ কিলোমিটার দূরে আরবর্গ শহরের উত্তরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আদিত্য নোমান,আরানুর আজাদ চৌধুরী এবং রিসুল বাঁধন। তাদের বয়স আনুমানিক ২৩ থেকে ২৫ বছরের মধ্যে। প্রত্যেকেই ম্যানিটোবা বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের ছাত্র ছিলেন।

আরবর্গ শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দক্ষিণে হাইওয়ে ৭ সড়কে গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার কিছু আগে বিপরীতমুখী দুই গাড়ির মধ্যে ওই সংঘর্ষ ঘটে। এর একটি গাড়িতে তিন বাংলাদেশি শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন তাঁরা।

ওই তিন ছাত্র ম্যানিটোবা শহরে নর্দার্ন লাইফের অরোরার আলোকচ্ছটা দেখতে গিয়েছিলেন। ফেরার পথে তারা এ দুর্ঘটনায় পড়েন। কমিউনিটিতে তারা জনসেবামূলক কর্মকাণ্ডে ব্যাপক পরিচিত ছিলেন।

তিন ছাত্র নিহতের ঘটনায় ম্যানিটোবা সহ সারা কানাডায় বাঙালি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box