মধ্যপ্রাচ্চের ওমানে রাষ্ট্রীয় কোম্পানিগুলোকে বিদেশি শ্রমিকদের জায়গায় স্থানীয়দের নিয়োগ দিতে বলেছে দেশটির অর্থ মন্ত্রণালয়।
দেশীয় কর্মশক্তি বাড়ানোর উদ্যোগ হিসেবেই এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে সৌদিভিত্তিক আল-আরাবিয়াহর খবরে এমন তথ্য জানা গেছে।
সরকারের ওমানিকরণ উদ্যোগের অংশ হিসেবে এই সিদ্ধান্ত। এতে ওমানের নাগরিকদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি ও তার মান বাড়ানোর কথা বলা হয়েছে।
করোনাভাইরাসে তেলের দাম পড়ে যাওয়ায় ও অর্থনৈতিক ধীর গতির কারণে সংকটে পড়ে গেছে ওমান।
দুই সপ্তাহ আগে কোম্পানিগুলো ওমানি নাগরিকদের ছাঁটাই করে অর্থনৈতিক বোঝা হালকা করার চেষ্টা করলে তাতে বাধা দিয়েছিল দেশটির সরকার।
এছাড়া ব্যক্তি মালিকানাধীন কোম্পানিগুলো যাতে বিদেশি শ্রমিকদের স্থায়ীভাবে চলে যেতে বলে সেই আহ্বানও জানানো হয়েছে।
গত বুধবার পর্যন্ত দুই হাজার ২৭৪ করোনা রোগী শনাক্ত হয়েছে ওমানে। যাদের ১০ জনের মৃত্যু হয়েছে।
অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে গত কয়েক সপ্তাহ বাজেট কাটছাঁটেরও কথা বলা হচ্ছে।