গঠিত হতে যাচ্ছে লিমেরিকে বাংলাদেশি কমিটি-তফসিল ঘোষণা

আগামী ২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে নির্বাচনের দিন ধার্য করে নির্বাচনী প্রক্রিয়ায় এগুবে নির্বাচন কমিশন।

0
114

প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক। কোনো কমিটি ব্যতীত বাংলাদেশি কমিউনিটি লিমেরিক তার কার্যক্রম সফলভাবে পরিচালনা করে আসছিল। লিমেরিকের বাংলাদেশি কমিউনিটি ক্রমবর্ধমান যার পরিচালনার জন্য একটি টিম প্রয়োজন যারা কমিউনিটিকে সেবা দেয়া ও সামনে এগিয়ে যাওয়ার ব্যপারে অগ্রণী ভূমিকা রাখবেন। তারই লক্ষ্যে গত ২৭ নভেম্বর ২০২৪ (বুধবার) নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচনী রোডম্যাপ ও তফসিল ঘোষণা করা হয়।

কমিটি গঠনের লক্ষ্যে লিমেরিকে গত ৮ অক্টোবর ২০২৪ এবং ৫ নভেম্বর ২০২৪ দুটি সভায় কমিটি গঠনের জন্য কমিউনিটির কাছ থেকে সর্বসম্মতি পাওয়া যায়। এবং ৫ নভেম্বরের মিটিং-এ ৯ সদস্য বিশিষ্ট সার্স কমিটি গঠন করে তাঁদের উপর কমিটি গঠন করার দায়িত্ব অর্পণ করা হয়। উক্ত সার্স কমিটি বিগত মিটিং-এর জরিফ ও পরবর্তীতে কমিউনিটির জরিপের উপর ভিত্তি করে এ সিদ্ধান্তে উপনীত হয় যে, যদি কমিটির পদ পূরণে প্রতিদ্বন্দ্বিতা থাকে তাহলে তা নির্বাচন প্রক্রিয়ায় সম্পন্ন হবে। সার্স কমিটিটিকে নির্বাচন কমিশনে রূপান্তর করা হয়।

সে বিবেচনায়, নির্বাচন কমিশন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে যাতে সাংগঠনিক কাঠামও প্রদান করে। ১১ টি পদের কোনো পদে যদি প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থেকে থাকে তাহলে নির্বাচন প্রক্রিয়া ছাড়াই আগ্রহী প্রার্থীদের নিয়ে কমিটি গঠিত হবে। আগামী ২ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হয়ে নমিনেশন সংগ্রহ, জমা, যাচাই বাছাই এবং প্রত্যাহারের পর বোঝা যাবে কমিটি গঠন প্রক্রিয়া নির্বাচনের দিকে যাবে নাকি যাবে না।

আগামী ২ ফেব্রুয়ারী ২০২৫ তারিখে নির্বাচনের দিন ধার্য করে নির্বাচনী প্রক্রিয়ায় এগুবে নির্বাচন কমিশন।

উক্ত সিদ্ধান্তগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

নিম্নে ঘোষিত নির্বাচনী তফসিল প্রদান করা হলঃ

নির্বাচনী তফসিল

বাংলাদেশ কমিউনিটি লিমেরিক

সম্মানিত নাগরিকবৃন্দ,
লিমেরিকে বাংলাদেশি কমিউনিটির অধিকাংশ নাগরিকের মতামতের প্রেক্ষিতে ও কমিটি গঠনে লিমেরিকে বাংলাদেশি কমিউনিটির সকল প্রাপ্তবয়স্ক নাগরিক যাহাতে কমিটির নেতৃত্ব নির্ধারণ করিতে পারেন তাহার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখিবার লক্ষ্যে আমরা একটি নির্বাচন আয়োজন করিতে যাইতেছি। গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা এবং জনগণের মতামত প্রকাশের সুযোগ করিয়া দেওয়ার জন্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ আমরা বাংলাদেশি কমিউনিটি লিমেরিকের নির্বাচন উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করিতে যাইতেছি। নির্বাচন কমিশন এই প্রক্রিয়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করিতে সম্ভাব্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করিবে।

নির্বাচনের প্রতিটি ধাপ সুষ্ঠুভাবে সম্পন্ন করিবার জন্য আমরা প্রার্থী, ভোটার এবং সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করিতেছি। এই নির্বাচনী তফসিল আপনাদের সকলের জন্য একটি সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করিবে এবং নির্বাচনী প্রক্রিয়ার প্রতিটি পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করিবে।

আমরা আশা করি, সকল পক্ষ নির্বাচনী আচরণবিধি মানিয়া চলিবে এবং কমিউনিটিকে আরও সুদৃঢ় করিতে ভূমিকা রাখিবে। এই তফসিলের মাধ্যমে আমরা একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল এবং সর্বজনগ্রাহ্য নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ করিতেছি।

সবাইকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানিয়ে আমি এই নির্বাচনী তফসিল ঘোষণা করিতেছি।

সংগঠন: বাংলাদেশ কমিউনিটি লিমেরিক
নির্বাচন বর্ষ: ২০২৫
নির্বাচনের তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৫ (রবিবার)
ভোটগ্রহণের সময়: সকাল ৯:০০ টা থেকে বিকেল ৫:০০ টা পর্যন্ত

নির্বাচন প্রক্রিয়ার সময়সূচি

১. তফসিল ঘোষণা:
নির্বাচনী তফসিল ঘোষণা ও নির্দেশিকা প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৪।

২. ভোটার তালিকা প্রস্তুতকরণ:
বৈধ ভোটারদের তালিকা প্রস্তুত ও সংশোধন: ০১ ডিসেম্বর ২০২৪ হইতে ৩১ ডিসেম্বর ২০২৪।

৩. মনোনয়নপত্র বিতরণ:
সময়সীমা: ০২ জানুয়ারি ২০২৫ হইতে ০৫ জানুয়ারি ২০২৪ (রাত ১২:০০ টা)। মনোনয়নপত্র সংগ্রহের নির্ধারিত স্থান জানিয়ে দেয়া হইবে।

৪. মনোনয়নপত্র জমা:
সময়সীমা: ০৪ জানুয়ারি হইতে ০৬ জানুয়ারি (রাত ১২:০০ টা)।

৫. মনোনয়ন যাচাই-বাছাই:
সময়সীমা: ০৭ জানুয়ারি ২০২৫ হইতে ০৮ জানুয়ারি ২০২৫।
জমাকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই।

৬. প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ:
সময়সীমা: ৯ জানুয়ারি ২০২৫
যাচাই-বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ।

৭. মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ:
তারিখ: ১০ জানুয়ারি ২০২৫, প্রত্যাহার ফি ২৫ ইউরো। যাহা নমিনেশন ফি থেকে কর্তন করা হইবে।

৮. চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ:
তারিখ: ১১ জানুয়ারি ২০২৫, প্রত্যাহার পরবর্তী চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ।

৯. ভোটগ্রহণের দিন:
তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৫ (রবিবার) সকাল ৯:০০ টা থেকে বিকাল ৫:০০ টা পর্যন্ত ভোট গ্রহণ।

১০. ফলাফল ঘোষণা:
তারিখ: ২ ফেব্রুয়ারি ২০২৫, ভোট গণনা শেষে নির্বাচনী ফলাফল ঘোষণা।

কার্যকরী কমিটির সময়সীমাঃ সর্বোচ্চ ২ বছর।

নির্বাচনী অঞ্চলঃ লিমেরিক কাউন্টি এবং শ্যানন, নিনাহসহ লিমেরিকের ঘেঁষা পার্শ্ববর্তী কিছু অঞ্চল।

বিঃ দ্রঃ অনাকাঙ্ক্ষিত কারণে উপরোক্ত সময়সীমায় পরিবর্তন আসিতে পারে। যে কোনো ধরনের পরিবর্তন নাগরিকদের অবহিত করা হইবে।

ধন্যবাদ,
নির্বাচন কমিশনের পক্ষে
আনোয়ারুল হক আনোয়ার
২৭-১১-২০২৪

প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো 

লিমেরিক আয়ারল্যান্ডের ভূখণ্ডের মধ্যবর্তী একটি অঞ্চল। এ অঞ্চলে অন্যান্য অভিবাসীর সাথে বাংলাদেশি অভিবাসীদের সংখ্যা ক্রমবর্ধমান। বাংলাদেশি কমিউনিটিকে সুন্দর ও সৌহার্দপূর্ণভাবে পরিচালিত করতে আশা করবো একটি যোগ্য কমিটি গঠিত হবে।

Facebook Comments Box