আয়ারল্যান্ডে লিভিং সার্টিফিকেট (উচ্চ-মাধ্যমিক) পরীক্ষায় উচ্চতর গণিতের গুরুত্ব

0
505

আয়ারল্যান্ডে লিভিং সার্টিফিকেট পরীক্ষায় ভালো ফলাফলের ক্ষেত্রে উচ্চতর গণিতের ভূমিকা কতো গুরুত্বপূর্ণ, তার একটা সহজ ও পরিস্কার ধারনা পাওয়া যেতে পারে নিম্নের তুলনামূলক চিত্র থেকে।

উচ্চ-মাধ্যমিক পর্যায়ের পড়াশোনার ক্ষেত্রে উচ্চতর গণিতের গুরুত্বের কারনগুলো হলো,

(১) উচ্চতর গণিতের জন্য রয়েছে ২৫ নম্বরের বোনাস পয়েন্ট যা কি-না লিভিং সার্টিফিকেট পরীক্ষায় ৫০০ এর অধিক নম্বর পেতে খুব সাহায্য করে। উল্লেখ্য যে, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে পছন্দের বিষয়ে পড়ার জন্য বেশীরভাগ ক্ষেত্রেই ৫০০ এর অধিক নম্বর পাওয়া জরুরী।

(২) বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক বিষয়ে ভর্তির যোগ্যতা হিসেবে লিভিং সার্টিফিকেট পরীক্ষায় উচ্চতর গণিতে ন্যুনতম নম্বর পাওয়া বাধ্যতামূলক। ফলে উচ্চতর গণিত শুধু থাকলেই চলবে না, ভালো নম্বর পাওয়াটাও আবশ্যক।

অতএব, কাঙ্ক্ষিত বিষয়ে কিংবা পছন্দের বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা অর্জন করতে হলে গণিতের উপর অধিক গুরুত্ব দিতে হবে। এর বিকল্প নেই।

আয়ারল্যান্ডের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমার কিছু লেখার লিঙ্কঃ

আয়ারল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় Transition Year (TY) এবং এর ভালো-মন্দ
https://irishbanglatimes.com/আয়ারল্যান্ডের-শিক্ষা-ব্য/

আয়ারল্যান্ডের একমাত্র বাংলাদেশী শিক্ষক কর্তৃক অনলাইন কোচিং

আয়ারল্যান্ডের একমাত্র বাংলাদেশী শিক্ষক কর্তৃক অনলাইন কোচিং

আয়ারল্যান্ডে স্কুলের ছেলেমেয়েদের কি স্কুলের বাইরে কোচিং এর প্রয়োজন আছে? (প্রথম পর্ব)

আয়ারল্যান্ডে স্কুলের ছেলেমেয়েদের কি স্কুলের বাইরে কোচিং এর প্রয়োজন আছে?

আয়ারল্যান্ডে স্কুলের ছেলেমেয়েদের কি স্কুলের বাইরে কোচিং এর প্রয়োজন আছে? (দ্বিতীয় পর্ব)

আয়ারল্যান্ডে স্কুলের ছেলেমেয়েদের কি স্কুলের বাইরে কোচিং এর প্রয়োজন আছে?

আয়ারল্যান্ডে স্কুলের ছেলেমেয়েদের কি স্কুলের বাইরে কোচিং এর প্রয়োজন আছে? (তৃতীয় পর্ব)

আয়ারল্যান্ডে স্কুলের ছেলেমেয়েদের কি স্কুলের বাইরে কোচিংয়ের প্রয়োজন আছে?

Facebook Comments Box