আয়ারল্যান্ডে স্কুলের ছেলেমেয়েদের কি স্কুলের বাইরে কোচিং এর প্রয়োজন আছে?

0
1670

আয়ারল্যান্ডে স্কুলের ছেলেমেয়েদের কি স্কুলের বাইরে কোচিং এর প্রয়োজন আছে?


 

এই লেখার প্রথম পর্বে আয়ারল্যান্ডের প্রাথমিক স্কুলের ছেলেমেয়েদের স্কুলের বাইরে কোচিং এর প্রয়োজন আছে কি-না সেই প্রসঙ্গে আলোচনা করেছি। এখন আসা যাক মাধ্যমিক স্কুলের ছেলেমেয়েদের প্রসঙ্গে। এদেশে মাধ্যমিক স্কুলে প্রায় দশটির মতো বিষয় পড়তে হয়। তন্মধ্যে গণিত, ইংরেজি, বিজ্ঞান ও একটি বিদেশী ভাষা (ফ্রেঞ্চ, স্প্যানিশ বা জার্মান) খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলি উচ্চ-মাধ্যমিক পর্যায়েও পড়তে হয়। অতএব, এই বিষয়গুলির উপর খুব ভালো দক্ষতা অর্জন করতে হবে। তবে এই পর্যায়ে আমি সবচেয়ে বেশী গুরুত্ব দিই গণিতের উপর। কেননা, আমার অভিজ্ঞতা থেকে দেখেছি এদেশের বেশীরভাগ ছেলেমেয়েরা গণিতে বেশ দূর্বল। আমার মতে, নিম্নোক্ত কিছু কারনে ছেলেমেয়েরা গণিতে দূর্বল হতে পারে।

(১) কোনো কারনে প্রাথমিক স্কুলে গণিতের ভিত্তি মজবুত না হওয়া।
(২) গণিতের প্রতি অহেতুক ভীতি কিংবা অনীহা।
(৩) ভবিষ্যতের কথা বিবেচনা না করে শুধুমাত্র কঠিন বা কষ্টদায়ক ভেবে উচ্চতর গণিত ছেড়ে সাধারন গণিত নির্বাচন।
(৪) স্কুলে শ্রেনীকক্ষের পাঠদান সময় অপর্যাপ্ত।
(৫) ক্যালকুলেটরের উপর অতিমাত্রায় নির্ভরশীলতা।
(৬) গণিতের সকল সূত্রাবলী লগ বই আকারে পরীক্ষার সময় বিতরন।
(৭) কোনো কোনো ক্ষেত্রে সুযোগ্য শিক্ষকের অভাব।

যাহোক, আমার কথা হল মাধ্যমিক স্কুলের ছেলেমেয়েরা কম বয়সী। স্বভাবতই ভবিষ্যতের কথা বিবেচনা করার মতো জ্ঞান তা্দের নেই। সুতরাং অভিভাবকদেরকেই এই ব্যাপারে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। ছেলেমেয়েদের গণিতের প্রতি সবিশেষ গুরুত্ব দিতে হবে। যদি কোনো ছেলে বা মেয়ে গণিতে দুর্বল থাকে, তাহলে তাকে অবশ্যই অবশ্যই স্কুলের বাইরে কোচিংয়ের ব্যবস্থা করতে হবে। বিশেষভাবে বলতে হয়, মাধ্যমিক স্কুলের শেষ বর্ষে অর্থাৎ থার্ড ইয়ারে এই কোচিং খুবই উপকারী।

(চলবে……)

এস, এম, মাহফুজুল হক
গণিত, বিজ্ঞান ও কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষক
Lucan, ডাবলিন
৩রা মে, ২০২১

Read More from the Author

আয়ারল্যান্ডের শিক্ষা ব্যবস্থায় Transition Year (TY) এবং এর ভালো-মন্দ 

আয়ারল্যান্ডের একমাত্র বাংলাদেশী শিক্ষক কর্তৃক অনলাইন কোচিং

Facebook Comments Box