জরিমানার সাতকাহন
- ফেব্রুয়ারির ৫ তারিখ পর্যন্ত গার্ডা সর্বমোট ৩,৫২৩ জনকে অপ্রয়োজনীয় ভ্রমণের জন্য ফাইন করেছে, এর মধ্যে ৩৭৫ জনকে করেছে ডাবলিন এয়ারপোর্টে।
- আগামী ৮ ই ফেব্রুয়ারি থেকে নন-রেসিডেন্ট, যেমন যারা বর্ডার অতিক্রম করে এসেছে তাদেরকে €১০০ ফাইনের আওতায় আনতে গার্ডাকে ক্ষমতা প্রদান করা হয়েছে।
- শুধু গাড়ির ড্রাইভারকেই নয়, একই গাড়ির সব যাত্রিকেই €১০০ করে ফাইন করবে গার্ডা।
- এছাড়াও গার্ডা গত ২৭ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩০১ জনকে ফাইন করেছে হাউজ পার্টি এবং জড়ো হওয়ার জন্য। যারা হাউজ পার্টির আয়োজন করবে তারা €৫০০ এবং যারা হাউজ পার্টিতে যাবে তারা €১৫০ করে ফাইন পাবে।
- শুধু হাউজ পার্টি নয়, যেই জনস্বাস্থ্য নিয়ম ভঙ্গ করবে তাকেই €৫০০ করে জরিমানা করা হবে।
- ছয় জন ইতিমধ্যে সময়মত জরিমানা দিতে ব্যার্থ হওয়ায় কোর্ট স্যামন ইস্যু করেছে। যার ফলে সবাই €১০০০ করে জরিমানা অথবা এক মাসের জেল খাটার শাস্তি ভোগ করতে হবে।
- সর্বপরি সমস্ত ক্ষেত্রে ফাইলগুলি পাবলিক প্রসিকিউশনের পরিচালককে পাঠিয়ে দেয়া হবে।
আইন মানুন; জরিমানার ভয়ে নয়, জনস্বার্থে।
Facebook Comments Box