অনিশ্চয়তার কোপা আমেরিকা ফুটবল শুরু হচ্ছে ব্রাজিলে

0
1057
কোপা আমেরিকা ২০২১

কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্ট হবার কথা ছিল গত বছর, কিন্তু করোনার প্রাদুর্ভাবের কারণে তা রহিত হয়। কিন্তু এই বছরও আর্জেন্টিনায় কোপা আমেরিকা হবার কথা থাকলেও, শেষ মুহূর্তে এসে শিকে ছিঁড়ল। আর্জেন্টিনায় করোনা সংক্রমণ বাড়ার কারণে আর্জেন্টিনা শেষ মুহূর্তে এসে তা স্থগিত করে। 

গত বছরের টুর্নামেন্ট এ বছরের জুনে নিয়ে আসা হয়। প্রথমে এটি আর্জেন্টিনা ও কলম্বিয়ার যৌথ আয়োজনের কথা ছিল। কিন্তু ২০ মে কলম্বিয়াকে তাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে আয়োজক থেকে বাদ দেওয়া হয়েছে।

আয়োজক হিসেবে বিকল্প দেশ খোঁজা হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হল ব্রাজিল। শেষ পর্যন্ত ব্রাজিলেই হতে যাচ্ছে ২০২০ এর অমীমাংসিত কোপা আমেরিকা টুর্নামেন্ট.

বুধবার এক বিবৃতিতে কোপা আমেরিকার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে মহাদেশটির সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

উদ্বোধনী ম্যাচ হবে গারিঞ্চা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় অনুসারে আগামী ১৪ জুন রাত তিনটায় পরস্পরকে মোকাবিলা করবে ব্রাজিল ও ভেনেজুয়েলা। ১১ জুলাই ফাইনাল হবে বিখ্যাত মারকানা স্টেডিয়ামে। গতবার এই মাঠেই পেরুকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আয়োজক সেলেসাওরা।

Facebook Comments Box