গতানুগতিক ঈদ মোবারক

আবারো হাতছানি দিচ্ছে স্বাভাবিক ঈদের আমেজ

0
361

কোভিড এর দুই বছরে পালন করা লেগেছে কোভ-ঈদ। ঘরে বসে ঈদের নামাজ, এই জীবদ্দশায় এও দেখতে হল। ভয়ভীতি ও নিষেদাজ্ঞার ভেতর দিয়ে গিয়েছে বিগত চার চারটি ঈদ।

ঈদ মানে সকলে মিলে একসাথে নামাজ আদায়, কিন্তু তা করা হয়নি স্বাভাবিকভাবে।
ঈদ মানে নামাজ শেষে উষ্ণ মোলাকাত, কিন্তু করা হয়নি তা ভয়ে।
ঈদ মানে একে অন্যের সাথে দেখা, মিলিত হওয়া; কিন্তু করা হয়নি তা নিয়মের কারণে।
ঈদ মানে আনন্দ, কিন্তু লক্ষ্য মৃত্যু আর রোগে কাতরানোদের ভিড়ে তা ছিল নিরানন্দ।

দীর্ঘদিন পরে অবশেষে মনে হচ্ছে আবার ফিরে এসেছে স্বাভাবিক জীবন, হাতছানি দিচ্ছে সেই চিরচেনা ঈদের আমেজ।

২০২০ সালে ডাবলিনের ক্রুক পার্কে দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায়ের দৃশ্য

করোনার বিভীষিকাময় অধ্যায় পার করে আলোর দেখা পাবার অপেক্ষা। করোনাকালীন সময়ে আমরা অনেকেই হারিয়েছি অনেক প্রিয়জন, অনেকেই ফিরে এসেছি মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে। রমজানের উছিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন পরলোকগতদের আত্মার মাঘফেরাত দান করেন এবং যারা আল্লাহর অশেষ কৃপায় এখনো নিঃশ্বাস নিচ্ছি এই ধরায়, সবাইকে যেন ক্ষমা করে শুদ্ধ জীবন দান করেন।

এবারের ঈদ বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল আনন্দ। সবকিছু ভুলে আবার শুরু হোক নতুন পথচলা। এই শুভকামনায় সবাইকে ঈদ মোবারক।

ঈদ মোবারক

কলমেঃ ওমর এফ নিউটন 

Facebook Comments Box