২০৩০ সালের মধ্যে ৩ লাখ নতুন বাড়ি সরবরাহ করা আইরিশ সরকারের আবাসন পরিকল্পনা

0
1533

আবাসন সংকট মোকাবেলায় সরকারের পরিকল্পনা ২০৩০ সালের মধ‌্যে প্রতিবছর চার বিলিয়ন ইউরো ব‌্যায় করে ৩ লাখ নতুন বাড়ি সরবরাহের লক্ষ্য ঠিক রাখা।

হাউজিং ফর অল প্ল্যান আজ প্রকাশিত হবে এবং আবাসনে চার বিলিয়ন ডলারের এই বাৎসরিক বিনিয়োগের প্রতিশ্রুতি থাকবে সোস‌্যাল হাউজিং(social house), এফোর্ডেবল(Affordable Housing) এবং কষ্ট রেন্টাল হাউজিং (Cost Rental Housing)।

সরকারের লক্ষ‌্য এই ৩ লাখ বাড়ীর মধ‌্যে কমপক্ষে ৯০ হাজার Social House, ৩৬ হাজার Affordable House এবং ১৮ হাজার Cost Rental House তৈরী করা এবং বাকী ১৫৬ হাজার বাড়ী বেসরকারী খাতে নির্মানের লক্ষ‌্য নিয়েছে বর্তমান আইরিশ সরকার।

বিস্তারিত জানতে নিচের লিঙ্কটিতে ক্লিক করুন:
https://www.thejournal.ie/housing-for-all-plan-5535622-Sep2021/

Facebook Comments Box