সোমবার থেকে ১৮-৩৪ বছর বয়স্করা ফার্মেসি থেকেই ভ্যাকসিন নিতে পারবে

0
1022

আগামী সোমবার (৫ জুলাই) থেকে আয়ারল্যান্ডের ৭০০ ফার্মেসি জনসন & জনসন এর সিঙ্গেল ডোজ ভ্যাকসিন দেয়ার কার্যক্রম শুরু করবে। ১৮-৩৪ বছর বয়সের সবাই এই সুবিধার আওতায় আসবে। যে কোন আগ্রহী ব্যক্তি তার লোকাল ফার্মেসিতে গিয়ে ভ্যাকসিন এর জন্য রেজিস্ট্রেশন করে নিতে হবে।

জনসন & জনসন এর সিঙ্গেল ডোজ এর ভ্যাকসিন অপশনাল। তবে কেউ এই ভ্যাকসিন নিতে অপারগ থাকলে তাদের জন্য অন্য ভ্যাকসিনের রেজিস্ট্রেশন অপশনও খোলা রয়েছে।

এখন পর্যন্ত ৩৫ বা তার ঊর্ধ্বের ব্যাক্তিদের ভ্যাকসিন রেজিস্ট্রেশন খোলা রয়েছে। আগামী শুক্রবার (৯ জুলাই) ১৮-৩৪ বছর বয়স্কদের নিবন্ধন চালু হবে।

৭০০ ফার্মেসিতে মোট ৬০০০০ জেনসেন ভ্যাকসিন ভাগ করে দেয়া হয়েছে। আগ্রহী ব্যাক্তিরা ফার্মেসিতে যোগাযোগ করে তাদের ডোজ নিশ্চিত করে নিতে পারে।

কোভিড-১৯ প্রতিরোধে জ্যানসেন নামের এই ভ্যাকসিনটি ১৮ বা তার বেশি বয়সী মানুষের ব্যবহারের জন্য উপযোগী।

Facebook Comments Box