বিশ্বের সবচেয়ে বড় বিমান Antonov An-225 ল্যান্ড করল আয়ারল্যান্ডের সবচেয়ে বড় এয়ারপোর্ট রানওয়ে সম্পন্ন শ্যানন এয়ারপোর্টে। চায়নার কার্গো কনসাইনমেন্ট নিয়ে আজই বিমানটি অবতরণ করল।
৩,১৯৯ মিটার দৈর্ঘ্যের আয়ারল্যান্ডের সবচেয়ে বড় রানওয়ে একমাত্র শ্যানন এয়ারপোর্টেই অবস্থিত। Antonov AN-225 এর মত বিশালাকার বিমান কেবল মাত্র বড় রানওয়েতেই অবতরণ করতে সক্ষম।
এ নিয়ে মোট পঞ্চম বারের মত Antonov AN-225 শ্যাননে অবতরণ করল। সর্বশেষ অবতরণ করেছিল ২০২০ এর জুন মাসে, যখন চলছিল করোনার ক্লান্তিকাল। PPE সমৃদ্ধ বিশাল কনসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছিল দানবাকার এই উড়োজাহাজটি।
বিশ্বের সবচেয়ে দীর্ঘ দেহ, দীর্ঘ পাখা এবং সবচেয়ে ভারী উড়োজাহাজ হচ্ছে প্রায় ছয় তলার সমমান Antonov AN-225।
Facebook Comments Box