আয়ারল্যান্ডের বোলার কার্টিস ক্যাম্ফারের রেকর্ড

0
518

টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টানা ৪ বলে ৪ উইকেট নিলেন আয়ারল্যান্ড পেসার কার্টিস ক্যাম্ফার। আজ আবুধাবিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে এ কীর্তি গড়লেন তিনি। ব্রেট লির পর প্রথম বোলার হিসেবেও টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যাটট্রিক হলো ক্যাম্ফারের। প্রথম আইরিশ বোলার হিসেবেও টি-টোয়েন্টিতে তো বটেই আন্তর্জাতিক ক্রিকেটেই হ্যাটট্রিক করলেন তিনি।

টি-টোয়েন্টিতে এর আগে ৪ বলে ৪ উইকেটের কীর্তি ছিল রশিদ খান ও লাসিথ মালিঙ্গার। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষেই ৪ উইকেট নিয়েছিলেন রশিদ। সে বছরই মালিঙ্গা ‘ডাবল হ্যাটট্রিক’ করেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে। মালিঙ্গার এ কীর্তি আছে ওয়ানডেতেও। ২০০৭ ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ বলে ৪ উইকেট নিয়েছিলেন সাবেক শ্রীলঙ্কান পেসার।

Curtis Campher
Facebook Comments Box