আলিবাবার জ্যাক মা রহস্যজনকভাবে নিরুদ্দেশ

0
988
আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা

গত দুই মাস ধরে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার কোন হদিস পাওয়া যাচ্ছেনা। গত অক্টোবরের শেষ দিক থেকেই জ্যাক মা নিখোঁজ রয়েছেন। 

জ্যাক মার টানা দুই মাস প্রাকাশ্যে না আসার বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা হচ্ছে। যদিও চীনা সামাজিক ও যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছেনা। এ ব্যাপারে বেইজিংভিত্তিক প্রযুক্তি পরামর্শক প্রতিষ্ঠান বিডিএ চায়নার চেয়ারম্যান ডানকান ক্লার্ক বলেন, ‘আমার ধারণা, তাঁকে (জ্যাক মা) দৃশ্যপটের বাইরে থাকতে বলা হয়েছে। এই পরিস্থিতি একেবারের ভিন্ন রকম একটি পরিস্থিতি।’

জ্যাক মা ‘’আফ্রিকা’স বিজনেস হিরোস’’ নামের টেলিভিশন শো তে বিচারক হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। সেখানেও তার উপস্থিতি না থাকায় তার নিখোঁজ হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। 

তাকে সর্বশেষ দেখা গিয়েছিল অক্টোবরের শেষে সাংহাইয়ের একটা সম্মেলনে। ওই অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি চীনা নিয়ন্ত্রক সংস্থার সমালোচনা করেন। এর পরপরই আলিবাবার সহযোগী প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপের ৩ হাজার ৭০০ কোটি মার্কিন ডলার মূল্যের আইপিও স্থগিত করে চীনা কর্তৃপক্ষ। অ্যান্ট গ্রুপ আর্থিক সেবাদাতা প্রযুক্তি প্রতিষ্ঠান।

অনেকেরই আশঙ্কা, চিনের জিনপিং সরকারের সমালোচনা করাতেই রাষ্ট্রের কোপে পড়েছেন তিনি।

Facebook Comments Box