৭ মাস পর মসজিদুল হারামে নামাজ আদায়ের অনুমতি

0
801

অনলাইন রিপোর্টার ॥ অবশেষে মক্কার পবিত্র মসজিদুল হারামে সাধারণ মুসল্লিদের নামাজ আদায়ের অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

রবিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এ ঘোষণা দেওয়া হয়। করোনা ভাইরাসের কারণে সাত মাস বন্ধ থাকার পর রবিবার ফজরের নামাজের মধ্য দিয়ে সাধারণ মুসল্লিদের নামাজ আদায় শুরু হয়।

তবে শুধুমাত্র সৌদি আরবের নাগরিক ও দেশটিতে বসবাসরত ব্যক্তিরাই এখন থেকে পবিত্রতম এ মসজিদে নামাজ আদায় করতে পারবেন বলে জানানো হয়েছে।

করোনা পরিস্থিতির কারণে সাত মাস মসজিদুল হারামে মুসল্লিদের জন্য নামাজ আদায়ের অনুমতি ছিলো না। সাত মাস পর চলতি মাসের শুরুর দিকে স্থানীয়দের পবিত্র উমরাহ পালনের অনুমতি দেওয়া হয়।

সৌদি আরবে এ পর্যন্ত তিন লাখ ৪১ হাজার ৮৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ১৬৫ জনের।

সূত্র: সৌদি গেজেট

Facebook Comments Box