১৩ বছরে ব্যবহৃত সমসংখ্যক পিপিই এক বছরেই ব্যাবইহৃত হচ্ছে

0
774

আইরিশ স্বাস্থমন্ত্রী সায়মন হ্যারিস বলেছে আমরা প্রতি বছর প্রায় ১৫ মিলিয়ন ইউরোর পিপিই ব্যবহার করে থাকি। কিন্তু এ বছর সেটা হবে ২২৫ মিলিয়ন ইউরোর। যা ১৩ বছরের সমান বা ১৩ গুন্ বেশি।

সে বলেছে এই সংখ্যক পিপিই চলতি সপ্তাহের শেষের দিকে আয়ারল্যান্ডে পৌঁছাতে শুরু করবে। ভার্জিন মিডিয়া সংবাদের সাথে সাক্ষাৎকারে তিনি বলেন, এইচ এস ই এই বিশাল সংখ্যক পিপিইর অর্ডার কনফার্ম করেছে। এর জন্য তিনি অত্যন্ত আনন্দিত যখন সারা বিশ্বে পিপিই সংকট চলছে তখন আয়ারল্যান্ড কে এই সংকট দেখতে হবে না।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here