করোনার শুরুর দিকে আমরা এক লিকলিকে ধরনের লম্বা বয়স্ক ভদ্রলোককে তার বাগানের এপাশ থেকে ওপাশে হেঁটে বেড়াতে দেখেছি। ওই হাঁটা তাঁর এমনিতেই ছিলনা। সে সময় NHS এর জন্য চ্যারিটি তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ১০০ পাক হেঁটে বেড়িয়েছিলেন। যা সে সময় সমগ্র ইংল্যান্ড তো বটেই, বিশ্বব্যাপী সাড়া পেলেছিল। সে সময় তিনি ৩২ মিলিয়ন পাউন্ড সংগ্রহ করতে সমর্থ হন।
ক্যাপ্টেন টম মুর, বৃদ্ধ বয়সেও এরকম অভিনব উপায়ে অর্থ সংগ্রহে উদ্যোগী হওয়ায় শুধু ব্রিটেনে নয় সারা বিশ্বের চোখেই তিনি একজন নায়কে পরিণত হন।
স্বীকৃতিস্বরূপ রানী এলিজাবেথ এবছরের জুলাই মাসে তাকে নাইট উপাধিতে ভূষিত করেন।
করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য ভগ্ন শরীরেও হাঁটাহাঁটি করে প্রচুর অর্থ সংগ্রহ করেছিলেন তিনি।
সাবেক এই সেনা কর্মকর্তা ক্যাপ্টেন টম মুর মারা গেছেন করোনাভাইরাসেই।
গত সপ্তাহে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। শ্বাসকষ্ট দেখা দিলে রোববার তাকে বেডফোর্ডের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
ক্যাপ্টেন স্যার টম মুর দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুর দিকে ব্রিটিশ সেনাবাহিনীতে যোগ দেন। পরে তিনি ভারত ও মিয়ানমারে যুদ্ধ করেছেন।