গার্ডা এ পর্যন্ত মোট ৭১১ জনকে জরিমানা করেছে এবং আরো ২০০ জনের জরিমানা পরীক্ষাধীন অবস্থায় রেখেছে।
গত ১১ই জানুয়ারি থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য গার্ডাকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়। গার্ডা আইন ভঙ্গকারীকে €১০০ জরিমানা করতে পারবে।
করোনার প্রকোপ বাড়া সত্ত্বেও অনেকেই আইন ভঙ্গ করে ৫ কিঃ মিঃ এর বাহিরে ভ্রমণ অব্যাহত রেখেছিল। যার ফলে সরকার পাহারা চৌকি জোরদার করার জন্য গার্ডাকে নির্দেশ প্রদান করে এবং সাথে জরিমানার ব্যবস্থা করে।
Facebook Comments Box