অভিনন্দন Dr David Barua কে তাঁর PhD ডিগ্রি অর্জনে

0
792
Dr David Barua
Dr David Barua

বাংলাদেশী গবেষক “জনাব ডেভিড বড়ুয়ার” PhD ডিগ্রি অর্জনের মধ্যে দিয়ে অসামান্য কৃতিত্ব অর্জনে “আইরিশ বাংলা টাইমস” পরিবারের পক্ষ থেকে অভিনন্দন।

তিনি বাংলাদেশ থেকে ২০১৬ সালে PhD গবেষণার উদ্দেশ্যে আয়ারল্যান্ডে আসেন। National University of Ireland – Galway এর অধীনে Discipline of Pathology এর School of Medicine এ গবেষক হিসেবে যোগদান করেন। তাঁর গবেষণার বিষয়বস্তু ছিল Breast Cancer.

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ তিনি Biochemistry এবং Molecular Biology এর উপর স্নাতকোত্তর পাশ করেন। স্নাতকোত্তরে তিনি প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেছিলেন। ২০১৬ সাল পর্যন্ত তিনি সেখানে Biochemistry Dept. এর EuGEF Lab এ সহকারী গবেষক হিসেবে নিয়োজিত ছিলেন। তার পর তিনি উচ্চতর গবেষণার উদ্দেশ্যে আয়ারল্যান্ড যাত্রা করেন।

আগামী সপ্তাহে, ফেব্রুয়ারি থেকে Waterford এর “Eurofins BioPharma” তে Molecular Scientist হিসেবে যোগদান করার ব্যাপারে তিনি একটি নিয়োগচুক্তি স্বাক্ষর করেন।

জনাব Dr David Barua র এই অর্জনে আমরা বাংলাদেশী কমিউনিটি গর্বিত এবং আমরা তাঁর উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করি।

Facebook Comments Box