স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে ৮৪ জনের মৃত্যু

0
400

প্রথম আলো ডেস্ক

রোদের হাত থেকে বাঁচতে জ্যাকেট গায়ে দিয়ে চলছেন এক ব্যক্তি। মাদ্রিদ, স্পেন, ১০ জুলাই ছবি: রয়টার্স

স্পেনে প্রচণ্ড তাপপ্রবাহে ৮৪ জনের মৃত্যু হয়েছে। কার্লোস স্বাস্থ্য ইনস্টিটিউট স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়কে তথ্য জানিয়েছে।খবর আইএএনএসের

জুলাইয়ের ১০, ১১ ১২ তারিখ এসব মৃত্যুর ঘটনা ঘটে। সময় দেশটির বড় অংশজুড়ে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। আরদেশটির দক্ষিণ দক্ষিণপশ্চিমে তাপমাত্রা বেড়ে ৪৫ ডিগ্রি পর্যন্ত পৌঁছেছিল।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, দাবদাহ আগামী সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকবে এবং মৃতের সংখ্যা আরওবাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, চলতি বছরে এটি স্পেনে দ্বিতীয় দাবদাহ। প্রথমবার ১১ থেকে ২০ জুন দাপদাহে দেশব্যাপী ৮২৯ জনেরমৃত্যু হয়েছে, তখন তাপমাত্রা ছিল ৪৪ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

দেশটির কর্তৃপক্ষ মানুষকে বেশি করে পানি পান করতে, অতিরিক্ত ব্যায়াম থেকে বিরত থাকতে এবং যতটা সম্ভব বাড়ির ভেতরেথাকার পরামর্শ দিয়েছে।

Facebook Comments Box