ইতালিকে কেন বিশ্বের ভেতর সেরা মানবাধিকারের দেশ বলা হয়

0
1572
Italy @ Irish Bangla Times
Italy @ Irish Bangla Times

প্রথমেই বিশ্বে চলমান কোভিড-১৯ এর মহামারী চলাকালীন সময়ে প্রথমে তাদের দুই একটা স্টেপ দেখাই আপনাদের।
=>বিশ্বে চলমান মহামারীকে সামনে রেখে ইতালির সরকার তার
দেশে অবস্থানরত প্রত্যেকটি বৈধ/অবৈধ অভিবাসীদের নগদ অর্থ সহ বিভিন্ন ধরনের পন্হায় সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়।
যেসব মানুষের কোন বৈধ কাগজপত্র নেই। নেই কোন সে দেশের রাষ্ট্রিয় পরিচয় অর্থাৎ যারা অবৈধ তাদেরকে এই মহামারীর সময়ে এভাবে সাহায্য করার উদাহরণ বিশ্বের কোন দেশে আছে কিনা আমার জানা নেই।
=> চলমান কোভিড-১৯ এর মহামারীকে সামনে রেখে ইতালির সরকার তার দেশে অবস্থানরত প্রত্যেকটি নাগরিককে এবং বৈধ অবৈধ অভিবাসীকে করোনা টেষ্ট করার লক্ষ্যে এবং রাষ্ট্রিয় স্বাস্থ্যসেবার আওতাভুক্ত করার উদ্দেশ্যে জাতী-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি অবৈধ অভিবাসীকে বৈধ করার সিদ্ধান্ত নেয়। যা এখন ঘোষণার অপেক্ষায় আছে।
এতে করে ইতালিতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রায় সাড়ে ছয়লাখ অবৈধ অভিবাসী বিনা জড়িমানায় বৈধ হওয়ার সুযোগ পাবে।
অবশ্য ইতালি কখনোই অবৈধদের জরিমানার মাধ্যমে বৈধতা দেয়নি।
=> এই মহামারীকে সামনে রেখে ইতালিতে অবস্থানরত হাজার হাজার গৃহহীন মানুষকে সম্পূর্ণ রাষ্ট্রিয় হেফাজতে নিয়ে নেওয়া হয়। তাদের সবধরনের দ্বায়িত্ব সরকার নিয়েছে যাদের বেশিরভাগই অবৈধ অভিবাসী।
=> ইতালি বিশ্বের ভেতর একমাত্র দেশ যেখানে তাদের হাজারো সমস্যা থাকা সও্বেও সর্বদা অবৈধ অভিবাসীদের বুকে জড়িয়ে নিয়েছে। এটা তাদের একটা ট্রেডিশন বলতে পারেন।
ইতালির বর্ডার থেকে কোন অবৈধ অভিবাসীর ফিরে যাওয়ার রেকর্ড আপনি খুঁজে পাবেন না।
=> ইতালি এমন একটা দেশ যেখানে বর্ডারে অবৈধ অভিবাসী পেলে জরুরী চিকিৎসা সেবা দিয়ে রাষ্ট্রের হেফাজতে নিয়ে যাওয়া হয়।
=> ইতালিকে বলা হয় সকল বৈধ অবৈধ ইমিগ্রান্টদের স্বর্গরাজ্য। এখানে বৈধ অবৈধ সবাই বুক ফুলিয়ে চলতে পারে।
এখন পর্যন্ত একটা উদাহরণ আপনি দেখাতে পারবেননা যেখানে
কারো ডকুমেন্টস না থাকার কারনে তাকে দেশে ফেরৎ পাঠানো হয়েছে।
=> ইতালি এমন একটি দেশ যেখানে কিছু বছর পরপর অবৈধ অভিবাসীদের বৈধ করা হয়।
যেখানে ইউরোপের অন্যান্য দেশ সবাই অবৈধদের থেকে বলা চলে মুখ ফিরিয়ে নিয়েছে।
=> ইতালি এমন একটা দেশ যেখানে অসহায় বেকার মানুষদের সাহায্যের জন্য কারিতাস সহ বহু অর্গানাইজেশন রয়েছে যারা এই অসহায় মানুষদের বিনামূল্যে খাবার,চিকিৎসা, পোশাক এবং আবাসনের ব্যবস্থা করে থাকে।
=>ইতালি এমন একটা দেশ যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর বা প্রশাসনের নাকের ডগায় অবৈধ লোক ঘুরলেও না দেখার ভান করে এড়িয়ে চলে।
=>ইতালি এমন একটা দেশ যেখানে অবৈধ লোকজন চাকুরি করতে পারে।
=> এমন একটা দেশ ইতালি যেথায় বৈধ অবৈধ যেকোন মানুষ কিছু না করলেও তার খাবারের অভাব হয় না। হয়না তাদের বাসস্থান কিংবা চিকিৎসা অভাব।
=> ইতালি বসবাসরত লক্ষ লক্ষ অবৈধ বৈধ অভিবাসী বিভিন্ন ভাবে এদেশের নাগরিকদের জীবন জীবিকার তাগিদে বিরক্ত করলেও এদেশের নাগরিকদের পক্ষ থেকে কখনো আপনি পাবেন না বিরক্তিকর কোন কথা। পাবেন না তাদের কাছ থেকে কোনরকম রেসিজম।
বরং তারা হাসিমুখে এসব মেনে চলে এবং যথাসম্ভব তাদের সাহায্য করার চেষ্টা করে।
=> ইতালি এমন একটি দেশ যেখানে কোন অবৈধ অভিবাসী যেকোন সময় স্বেচ্ছায় দেশে ফেরত যেতে চাইলে আইএমও এর কিছু উদার সংস্থা রয়েছে যারা আপনাকে টিকিট কাটা সহ কিছু নগদ অর্থ দিয়ে সসম্মানে আপনাকে আপনার দেশে ফেরৎ পাঠাতে সদা সর্বদা প্রস্তুত থাকে।
=> ইতালি এমন একটা দেশ যেথায় রাষ্ট্র আপনার কাছে হাজার কোটি টাকা পাওনা থাকলেও কিংবা রাষ্ট্রিয় কোন জরিমানা আপনার কাছে পাওনা থাকলেও রাষ্ট্র কখনোই আপনাকে এই
টাকার জন্য কোন ধরনের চাপ প্রয়োগ করবে না।
এমনকি এই টাকা না দিয়েও যদি আপনি দেশে চলে যান এখানকার সরকার কখনো আপনার পথ আগলে দাড়াবেনা।
এমন হাজারো কথা লিখলেও শেষ হবে না এদেশ নিয়ে। এদেশে আছে খৃষ্টানদের সবচেয়ে বড় ধর্মিয় স্হান ভ্যাটিকানসিটি।
যেখান থেকে তাদের সবচেয়ে বড় ধর্মিয়গুরু পোপ সদা সর্বদা
ছড়িয়ে দিচ্ছে শান্তির বাণি। এমন একটা দেশ ইতালি যেখানে কোন পর্যটক আসলে এদেশের সৌন্দর্য, মানুষের অতিথিপরায়ণতায় মুগ্ধ হয়ে আরেকবার আসার মনোবাসনা পোষন করে।
তাই আমি মুসলমান হয়েও এই বেদ্বীন কাফের মুশরিকদের কাছে মানবতা শিখি। আমি আমার নবীর মানবতা খুঁজে পাই
এই কাফের মুশরিকদের মাঝে।
আমি মুসলমান হয়েও নির্লজ্জভাবে নিজের গাঁ শুঁকেও মোসলমানিত্বের ছিটেফোঁটাও খুঁজি পাই না। আমি অবাক হয়ে তাকিয়ে রই এই কাফের মুশরিকদের মানবতাবোধের দিকে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here