মিটফোর্ড হাসপাতালে ২৩ চিকিৎসক সহ ৪১ জন করোনায় আক্রান্ত

0
810
Irish Bangla Times

ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) ২৩ চিকিৎসকসহ ৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ উন নবী।
হাসপাতালের পরিচালক বলেন, ‘গত সপ্তাহে তথ্য গোপন করা সার্জারি বিভাগের একজন রোগীর অপারেশন হয়। তার মাধ্যমেই এ সংক্রমণ হয়েছে বলে আমরা ধারণা করছি।’
তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে চিকিৎসক ছাড়াও রয়েছেন ১০ জন নার্স, হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার এবং নয় জন অন্য স্বাস্থ্যকর্মী। চিকিৎসকদের মধ্যে সার্জারি, মেডিসিন, গাইনিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক রয়েছেন। তবে তারা মোটামুটি ভালো আছেন, জটিলতা নেই।’
তিনি জানান, আক্রান্তরা আইসোলেশনে আছেন। সংস্পর্শে আসা বাকিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here