আয়ারল্যান্ডে বৃহত্তর ময়মনসিংহ কমিউনিটির আত্মপ্রকাশ

0
610
Greater Mymensingh Community of Ireland

বৃহত্তর ময়মনসিংহবাসীর (ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর, জামালপুর, কিশোরগঞ্জ ও নেত্রকোনা) উদ্যোগে গতকাল ২০ ফেব্রুয়ারি ২০২৩ ডাবলিনের লুকান বেলিওয়েন ক্যাসল কমিউনিটি সেন্টারে (Ballyowen Castle Community Centre) একটি সভা অনুষ্ঠিত হয়। আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টিতে বসবাসরত বৃহত্তর ময়মনসিংহের সম্মানিত ব্যক্তিবৃন্দ সতঃস্ফুর্ত ভাবে এ মহতী সভায় যোগদান করেন। কাউন্টি মেও (Mayo) নিবাসী জনাব জোবায়দুল হকের পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে জনাকীর্ণ এ সভাটি শুরু হয়। অত্যন্ত সুন্দর, সাবলীল, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সৌহার্দপূর্ণ ও অনাড়ম্বর পরিবেশের মধ্য দিয়ে সভার কার্যক্রম শেষ হয় এবং উক্ত সভায় উপস্থিত সদস্যবৃন্দের সম্মতিতে বৃহত্তর ময়মনসিংহবাসীর সংগঠন “গ্রেটার মাইমেনসিংহ কমিউনিটি অফ আয়ারল্যান্ড” (Greater Mymenshingh Community of Ireland) এর আত্মপ্রকাশ ঘটে।

সংগঠনের আদর্শ, উদ্দেশ্য, কার্যক্রম ও কাঠামো এর বিস্তারিত আমাদের পরবর্তি সভায় আলোচনার ভিত্তিতে নির্ধারিত হবে।
পরবর্তী সভার তারিখ, স্থান ও ভেন্যু যথাসময়ে সকলকে অবগত করা হবে বলে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

পরিশেষে যাদের নিরলস ও আন্তরিক প্রচেষ্টায় এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটলো তাদেরকে সভায় ধন্যবাদ জানিয়ে এ সংগঠনের সার্বিক সাফল্যের জন্য দোয়া কামনা করা হয়।

Facebook Comments Box