তুরস্কের আর্তনাদ – কবিতা

0
214

কেউ ছিল ঘুমিয়ে
কেউ ছিল খাওয়ায়
কেউ ছিল নামাজে
কেউ বা আবার পড়ায়।

রাস্তায় ছিল কেউ
ছিল কেউ মলে
খেলতেছিল কেউ মাঠে
কেউ ভর্তি হাসপাতালে।

কেউ গেছে ভ্রমণে
দূর দেশ থেকে
কেউ ছিল ভিনদেশী
লাগাতে চুল তালুতে।

ছিল সবই স্বাভাবিক
রোজকার মত
সারি সারি মাথা উঁচু বাড়ি
ছিল দাঁড়িয়ে সহস্র শত।

কে জানত হঠাৎ করে
ক্ষেপে উঠবে ভূমি
দানবীয় বিমূর্ত রূপ
উঠবে জাগি।

নিমিষেই লুটালো ধূলোয়
জীবন, আবাস ও স্বপ্ন
শত বছরের গড়ে উঠা শহর
পলকেই হল ভষ্ম।

কেয়ামত দেখিনি কভু
কতই বা তার দূর
ক্ষুদ্র এ আলামত যেন
ইসরাফিলের সূর।

আহা! কত প্রাণ
ঝরে গেল নিমিষে
সম্পদ-স্বজন হারিয়ে জনপদ আজ
ডুবল হরিষে বিষাদে।

(তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্থদের স্মরণে)

ওমর এফ নিউটন
আইরিশ বাংলা টাইমস

Facebook Comments Box