”নীল নবঘনে আষাঢ় গগণে, তিল ঠাঁই আর নাহিরে, ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে”। কবি গুরুর কথা না শুনে উপায় নেই। গত দুইদিন ধরে সমগ্র আয়ারল্যান্ডব্যাপী হচ্ছে মুশলধারে বৃষ্টি। যার ফলশ্রুতিতে প্লাবিত হয়েছে কিছু কিছু অঞ্চল। তন্মদ্ধে কর্ক অন্যতম।
কর্ক শহরসহ প্লাবনে ভাসছে কর্কের বহু অঞ্চল। প্রায় হাজারখানেক ঘরবাড়ি হয়ে পড়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। কর্ক সিটি কাউন্সিল কর্কের লি রোড, ক্লোঘওর রোড ও ইনিসকারা রোড বন্ধ রেখেছে সাময়িকভাবে।
পরিস্থিতি মোকাবেলায় কর্ক সিটি কাউন্সিল এর পক্ষ থেকে মেট এইরেন, ESB, গার্ডা, HSE, ডিফেন্স ফোর্সসহ অনেকেই নিয়োজিত আছে পরিস্থিতি মোকাবেলায়।
গতকাল সন্ধ্যা ৮ টা থেকে আজ সন্ধ্যা ৯ টা পর্যন্ত কর্ক, কেরি ও ওয়াটারফোর্ড এর অনেক জায়গায় জারি আছে ভারি বর্ষণের ইয়েলো সংকেত।
এছাড়াও কাভান, মোনাহান, ক্লেয়ার, লিমেরিক এবং কোনাক্ট অঞ্চলেও ইয়েলে সংকেত জারি রয়েছে।