অমর একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ কিমিউনিটি ডাবলিন (বিসিডি) আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিন সিটি সেন্টারে একটি শোভাযাত্রার আয়োজন করে এবং পাশাপাশি একটি অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য পুষ্পস্তবক অর্পন করেন।
শোভাযাত্রায় বিসিডির কার্যকরী কমিটির সভাপতি জনাব মোঃ মোস্তফা , সাধারণ সম্পাদক জনাব শাহাদাত হোসেন , কার্যকরী কমিটির অন্যান্য সদস্যদের পাশাপাশি আয়ারল্যান্ড প্রবাসী বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করেন । শোভাযাত্রায় অনেক নারী এবং নতুন প্রজন্মের উপস্থিতি ছিল উল্লেখ করার মতো ।
শোভাযাত্রা শেষে অমর একুশের তাৎপর্য তুলে ধরে একটি সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয় । আলোচনায় বাংলা ভাষার মর্যাদা রক্ষায় এ ধরনের আয়োজন প্রবাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আলোচকগণ মনে করেন । নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরতে এ ধরনের আয়োজন জরুরী বলে উক্ত আলোচনায় উল্লেখ করা হয় । সভাপতি জনাব মোঃ মোস্তফা শোভাযাত্রায় অংশ গ্রহন করার জন্য সবাই কে ধন্যবাদ দেন ।