পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক রাজনীতিক ও আমলারা তা চান না: সাবেক আইজিপি শহীদুল হক

0
389

জাতীয় জাদুঘরে পুলিশের সাবেক আইজি কে এম শহীদুল হকের লেখাপুলিশ জীবনের স্মৃতি : স্বৈরাচার পতন থেকে জঙ্গিদমনশিরোনামের গ্রন্থটির মোড়ক উন্মোচন।

সংসদ সদস্য, আমলা রাজনৈতিক নেতা সম্পর্কে পুলিশের সাবেক আইজি কে এম শহীদুল হক বিস্ফোরক মন্তব্য করেছেন| তিনি বলেছেন, চাকরি জীবনে আমি কখনো রাজনৈতিক অপশক্তির কাছে মাথানত করিনি| চাকরিতে থাকা অবস্থায় ক্ষমতাসীনদলের নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও পিছপা হইনি| তবে আমার মতো তো সবাই পারবে না| এজন্য একটা সিস্টেম চালু করাউচিত যাতে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারে| পুলিশ বিচার ব্যবস্থার অংশ| তারা নিরপেক্ষভাবে কাজ করতে না পারলেক্রিমিনাল জাস্টিস সিস্টেম কখনো কার্যকর হবে না| কিন্তু রাজনীতিবিদ আমলারা সেই পরিবর্তন চান না|

গতকাল শনিবার জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে তার লেখাপুলিশ জীবনের স্মৃতি : স্বৈরাচার পতন থেকে জঙ্গিদমনশিরোনামের গ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক হিসেবে তার জীবনের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে তিনি এসব কথাবলেন| ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) প্রকাশিত বইটির প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কথাসাহিত্যিক সেলিনাহোসেন| স্বাগত বক্তব্য দেন ইউপিএলের ব্যবস্থাপনা পরিচালক মাহরুখ মহিউদ্দীন|
তথ্য সূত্র : ইত্তেফাক 

Facebook Comments Box