আয়ারল্যান্ডে এখন থেকে করোনা ভাইরাস টেস্ট করতে হলে নতুন নীতিমালা অনুসরণ করতে হবে। এই নীতিমালা অনুযায়ী সন্দেহভাজন ব্যক্তির দুটি বড় ধরণের উপসর্গ থাকতে হবে। শরীরে জ্বর এবং কাশি অথবা শ্বাসকষ্ট থাকলেই কেবল আপনি এখন থেকে এই ভাইরাস টেস্টার জন্য এপয়েন্টমেন্ট নিতে পারবেন।
যাদের এখন পর্যন্ত সোয়াব নেওয়া হয় নি এবং যারা এখনো টেস্টের কোন তারিখ বা এপয়েন্টমেন্ট পাননি , তারা আপাতত টেস্ট করতে পারবে না। তাদের কে তাদের জিপি এর সাথে পুনরায় যোগাযোগ করতে বলা হয়েছে।
প্রধান মেডিকেল অফিসার ডাঃ টনি হোলোহান বলেন গত ১০ দিন পূর্বে এই নীতিমালায় পরিবর্তন আনায় টেস্টের চাহিদা অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পায়। প্রায় ২০ হাজারের এদিক ওদিক দৈনিক টেস্টার জন্য এপ্লাই করে।
তিনি আরো বলেন, যে পরিমান আশা করা হয়েছিল এই মাসের শেষের দিকে সেই পরিমান প্রকৃত করোনা ভাইরাসে আক্রান্ত রোগী ধরা পড়ছে না এটির কারণ হিসেবে তিনি ব্যাখ্যা করেছেন যথা সময়ে পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে বিধায় এখনো সংখ্যাটি নিন্ম পর্যায়ে অবস্থিত। আয়ারল্যান্ড ইউরোপের মধ্যে প্রথম সারির দিকে টেস্ট করার ব্যাপারে।
তিনি আরো বলেছেন, কতগুলো আইসিইউ বেডের প্রয়োজন পড়বে তাও নিবিড় ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।