আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্যে দিয়ে আয়ারল্যান্ড নোয়াখালী বাসীর মিলনমেলা উদযাপন

0
99

গত ২৭সে অক্টোবর রোজ রবিবার আয়ারল্যান্ডে বসবাসরত বৃহত্তর নোয়াখালী অঞ্চল থেকে আগত সকলকে নিয়ে এক বিশাল মিলনমেলা উদযাপিত হয়। প্রথম বারের মত এতো লোক নিয়ে নোয়াখালী অঞ্চলের কোন একটি মিলনোৎসবের আয়োজন ছিল এটি। অনুষ্ঠাননটি কাউন্টি ওফালির তুলামরের মুকোলাহ কমিউনিটি সেন্টারের গ্রান্ড হলে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠানটি।

সকাল এগারোটা থেকে অনুষ্ঠানটি শুরু হয়ে বিকেল ৫ টা ত্রিশ মিনিটে পরিসমাপ্তি ঘটে। আয়ারল্যান্ডের সকল প্রান্তের জনসাধারণের দূরত্বের কথা মাথায় রেখে দ্বীপ রাষ্ট্রটির মধ্যবর্তী এলাকার এই ভ্যান্যুটি নির্বাচন করেন আয়োজকবৃন্দ।

লক্ষীপুর জেলার কমলনগর উপজিলার জনাব হারুন ইমরানের কণ্ঠে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠান পরিচালনায় ও সঞ্চালনায় ছিলেন জনাব ডঃ ফরহাদ আহমেদ, জনাব ওমর এফ নিউট ও জনাব আব্দুর রাহিম ভূঁইয়া। অনুষ্ঠানটিকে সফলভাবে আয়োজন করতে জনাব জহিরুল ইসলাম জহির, জনাব সাইফুল ইসলাম, জনাব শাহ রিয়ার, জনাব মীর মামুন, জনাব সারোয়ার মোর্শেদ, জনাব কাজী শাহ আলম, জনাব হারুন ইমরান, জনাব জসিম উদ্দিন, জনাব ফরহাদ আহমেদ, জনাব ওমর এফ নিউটন, জনাব আব্দুর রাহিম ভূঁইয়া ও অনেকে অক্লান্ত পরিশ্রম করেন।

আয়ারল্যান্ডের বিভিন্ন কাউন্টি থেকে ছোট-বড় মিলিয়ে ৩২৫ জন এই অনুষ্ঠানে আসার জন্য রেজিস্ট্রেশন করেছিল। আয়োজকদের মত অনুযায়ী অনুষ্ঠানটিতে সাড়ে তিনশ জন অতিথী যোগদান করেন।

মিলনোৎসবে খাবার দাবারের আয়োজনে ও সার্বিক ব্যবস্থাপনায় এক রাজকীয়তার ছাপ পরিলক্ষিত হয়। আগত অতিথিবৃন্দের জন্য দুপুরের খাবারের জন্য বুফেট সার্ভিস আয়োজন করা হয়েছিল।অনুষ্ঠানের ক্যাটারিং সার্ভিসের দায়িত্ব দেয়া হয় স্থানীয় শিশির রেস্টুরেন্টকে। খাবার শেষে দই ও মিষ্টি বিতরণ করা হয় সকলের মাঝে।

বৃহত্তর নোয়াখালীর ইতিহাস ও ঐতিহ্যের উপর প্রজেক্টরে দেখানো হয় একটি ডকুমেন্টারি। ডকুমেন্টারিতে বৃহত্তর নোয়াখালীর ঐতিহাসিক ও দর্শনীয় স্থান এবং বিখ্যাত ব্যক্তিদেরকে তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা হয়। এছাড়াও ছিল ইতিহাস ও ঐতিহ্যের উপর এক্সিবিশন। মিস সুজানার নেতৃত্বে পরিবেশিত হয় নোয়াখালীর আঞ্চলিক ভাষায় একটি কোরাস। কোরাসটিতে অংশ নেন আগত অতিথিবৃন্দ। এছাড়া নারী পুরুষ ও বাচ্চাদের জন্য অনেক মজার মজার খেলার আয়োজন ছিল। ছিল নোয়াখালীর হাসির কৌতুক ও তরুণ কবি ওমর এফ নিউটনের লেখা ও তাঁর নোয়াখালীর আঞ্চলিক ভাষায় রচিত কবিতার আবৃত্তি

রয়েল ডিস্ট্রিক্ট খ্যাত বাংলাদেশের দক্ষিণের অঞ্চল নোয়াখালী জেলা। এই জেলাটি বাংলাদেশের অন্যতম নদী মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরে অবস্থিত। ফেনী, লক্ষীপুর ও নোয়াখালী একত্রে বৃহত্তর নোয়াখালী নামে পরিচিত। অতীতে এই তিনটি জেলা মিলে নোয়াখালী জেলা ছিল, এরপর তিনটি জেলা আলাদা জেলা গঠন করে। বৃহত্তর নোয়াখালী অঞ্চলের বিভিন্ন উপজেলার মানুষজন এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন করেন। অনুষ্ঠানে আগত নারী পুরুষ, শিশু কিশোর সকল অতিথিই অনুষ্ঠানটিকে প্রানভরে উপভোগ করেন।

অনুষ্ঠানে পরিচালিত খেলায় বিজয়ী সকল অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করেন আগত অতিথিবৃন্দ থেকে বিশেষ অতিথিবৃন্দ।

বৃহত্তর নোয়াখালী সোসাইটি ইন আয়ারল্যান্ডের এই মিলন মেলায় আগত সকল অতিথিকে অনুষ্ঠানে এসে সফল করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জনাব সাইফুল ইসলাম ও আয়োজক বৃন্দ।

« of 3 »
Facebook Comments Box