PMI বেডমিন্টন টুর্নামেন্টে ২০২০

0
1717

কমিউনিটি প্রচারণা ।
আগামী ২৬ শে ফেব্রুয়ারী রোজ বুধবার PMI এর পক্ষ থেকে Dublin এর Terenure এ এক বেডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ব্যাডমিন্টন খেলায় অনুরাগী সকলকে উক্ত আয়োজনে শরিক হওয়ার জন্য আহ্বান করা হচ্ছে। এই টুর্নামেন্টে বাংলাদেশী যে কোন ব্যক্তি রেজিস্ট্রেশন করতে পারবেন। টিম প্রতি রেজিস্ট্রেশন ফী মাত্র ৩০ ইউরো রাখা হয়েছে। খেলা শুরু হবে সকাল সাড়ে এগারোটায় এবং শেষ হবে বিকেল সাড়ে পাঁচটায়। চ্যাম্পিয়ন, রানার্স আপ ও তৃতীয় স্থান অর্জন কারী টিমের জন্য থাকবে মহামূল্যবান ও আকর্ষণীয় পুরষ্কার। তাছাড়া অংশগ্রহণকারী সকল টিমের জন্যও থাকবে বিশেষ পুরষ্কার। তাছাড়া দুপুরের খাবারের আয়োজন থাকবে এবং ফ্রিতে গাড়ি পার্কিং করার সুব্যবস্থা আছে।

রেজিস্ট্রেশনের শেষ তারিখঃ ২১শে ফেব্রুয়ারী।

স্থানঃ
Terenure Badminton Centre,
Whitehall Road, Terenure
Dublin 12, Eircode: D12F9C7

যোগাযোগঃ
087-9719004, 086-1525280,
085-7369099, 089-4366414

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here