IMO ব্যাবহারে সাবধানতা

0
1018

IMO এপ ব্যাবহার কারীরা সাবধান।
আজ সকাল থেকে ইমো ব্যাবহার কারিদের নিকট তার ফোন বুকের বিভিন্ন ব্যাক্তির নামে মেসেজ এবং কল আসছে। কিন্তু বাস্তবিক পক্ষে ঐ কলগুলো বা মেসেজ গুলো আপনার ফোনবুকে থাকা ব্যাক্তির না। এ মেসেজ গুলোতে বিকাশের রেট কত জানতে চাওয়া হচ্ছে। পরক্ষনেই আবার একটি কোড আপনার নাম্বারে পাঠিয়ে সেটি জানতে চাওয়া হচ্ছে। এই রকম অভিযোগ পাওয়া গেছে আয়ারল্যান্ডে বাংলাদেশি জনগনের নিকট থেকে। অনেকের মোবাইল হ্যাক হয়েছে বলে দাবি করেছে।
আপনার সাথে এরকম হলে সাবধানতা অবলম্বন করা উচিত। অবশ্যই সেই নাম্বারে থাকা ব্যাক্তিকে সরাসরি ফোন করে জেনে নিতে পারেন। আগত নাম্বারকে ব্লক করতে পারেন বা অভিজ্ঞ ব্যাক্তির পরামর্শ নিতে পারেন।

Facebook Comments Box