সফল হয়েছে কোভিড-১৯ এর প্রথম টিকা

0
803
ছবিসুত্রঃ ইন্টারনেট , আইরিশ বাংলা টাইমস

মানবদেহে কোভিড-১৯ এর প্রথম টিকার পরীক্ষা সফল হয়েছে দাবি মার্কিন বায়োটেক প্রতিষ্ঠান ‘মডার্না’র। বলা হচ্ছে দেহের সংস্পর্শে আসা করোনাভাইরাস কে কোষে প্রবেশের আগেই মেরে ফেলতে সক্ষম এই ভ্যাকসিন। মাত্র ৮ স্বেচ্ছাসেবকের ছোট্ট একটি দলের ওপর প্রথম এই ট্রায়ালে আশানুরূপ ফল মেলায় এখন দ্বিতীয় তৃতীয় ধাপের ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।

নভেল করোনা ভাইরাসের টিকা হিসেবে মানবদেহে mRNA 1273 এর প্রথম পরীক্ষামূলক প্রয়োগ হয় মার্চে। উচ্চ ডোজে জ্বর সহ একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেলেও প্রাথমিক পরীক্ষায় স্বল্প ও মাঝারি ডোজের ভ্যাকসিন প্রয়োগে মিলেছে সাফল্য। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মডার্না জানিয়েছে – প্রথম ধাপে মানবদেহে ভ্যাকসিন টির নিরাপত্তা নিশ্চিত হওয়ায় এবার পালা দ্বিতীয় ধাপের হিউম্যান ট্রায়ালের। প্রশাসনের সবুজসংকেত মেলায় প্রাইম শট এর পর এবার দেয়া হবে বুস্টার শট। সব ঠিক থাকলে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ তৃতীয় ধাপের হিউম্যান ট্রায়াল শুরু হবে জুলাই এ।

Facebook Comments Box