পুণ্যতায় পূর্ণ ঈদ

ওমর এফ নিউটনের কবিতা

0
274

ঈদ মানেই কি; সেমাই-পায়েশ, মণ্ডা, মিঠাই, খাজা?
ঈদ মানেই কি; জামদানি আর রঙ বেরঙের জামা?
ঈদ মানেই কি; হৈ হুল্লোড় আর ফানুস, আতশবাজি?
ঈদ মানেই কি; গলাসম গলাধঃকরণ শুধুই উদরপূর্তি?

ঈদের মানে যে বুঝেছে, সে বুঝেছে রমজানে,
সে থেকেছে অনাহারে, ইবাদতে মশগুলে।
ঈদের মানে যে বুঝেছে, সে থেকেছে সংযমে,
কটু কথা সে বলেনি, মুখ বেঁধেছে লাগামে।
ঈদের মানে যে বুঝেছে, ভেসেছে সে দয়ার সাগরে,
দান খয়রাত সে করেছে , আহার যুগিয়েছে অনাহারে।
ঈদের মানে যে বুঝেছে, পরেছে সে সততার চাদর,
পণ্যে সে দেয়নি ভেজাল, দামেও সাজেনি চতুর।

ঈদ তো তারই, যার পাপ হয়েছে সব শূন্য,
ঈদ তো তারই, যার কানায় কানায় পূর্ণ হয়েছে পুণ্য।
ঈদের খুশিতে সে-ই তো খাবে যত খাবার অমৃত,
তারই তো ঈদ, আনন্দে আনন্দে সে-ই তো হবে উল্লসিত।

ওমর এফ নিউটন
আইরিশ বাংলা টাইমস

Facebook Comments Box