বিমান বাংলাদেশ এয়ালাইনসের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, ১৪৪ জন বাংলাদেশী নাগরিককে নিয়ে ভারতের বেঙ্গালুরু থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে অাজ ।
এ ছাড়া হযরত শাহাজালাল বিমানবন্দর এভিয়েশন সিকিউরিটির একজন কর্মকর্তা জানান, মালয়েশিয়া আটকে পড়া ১৬০ জন বাংলাদেশী আজ বিকেলে মালিন্দো এয়ারের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।
এর আগে, সিঙ্গাপুর থেকে ২১6 বাংলাদেশী বহনকারী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকা বিমানবন্দরে অাজ দুপুর ২ টা ৫০ মিনিটে অবতরণ করেছে বলে এইচএসআইএর এক কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে ।
এছাড়াও, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ বিমান ভারতের চেন্নাই থেকে ১৭৯ জন বাংলাদেশিদের নিয়ে বেলা তিনটায় এইচএসআইএতে অবতরণ করেছে বলে এই কর্মকর্তা উল্লেখ করেন ।
সরকারের সিদ্ধান্ত অনুসারে, সমস্ত প্রত্যাবাসী বাংলাদেশিরা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে থাকার কথা রয়েছে যদি তারা বিমান বন্দরে মেডিকেল শংসাপত্র প্রদর্শন করতে ব্যর্থ হন ।
নূত্র : দ্যা ডেইলি স্টার
অনূদিত: সৈয়দ আতিকুর রব