আয়ারল্যান্ডে প্রায় ৪০০ জন ব্যক্তিকে করোনা ভাইরাসের স্ক্রিনিং করা হয়েছে, এখন পর্যন্ত শুধুমাত্র ২ জন সংক্রমিত রোগী সনাক্ত হয়েছে। দুই জন রোগীর উভয়েই উত্তর ইতালি থেকে ফিরত হয়েছেন। ধারণা করা হচ্ছে তারা উভয়েই সেখানে আক্রান্ত হয়েছে।
ঘটনার ধারাবাহিকতায় ডাবলিনে একটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে যাতে সংক্রমিত ব্যক্তি থেকে অন্য কারো কাছে এই ভাইরাস ছড়াতে না পারে।
ইতোমধ্যে আয়ারল্যান্ডে গুগল তাদের তথ্যপ্রযুক্তি বিষয়ক কর্মকর্তাদের বাসা থেকে কাজ করার জন্য বলেছে। প্রায় ৮ হাজার গুগলের কর্মকর্তা গত সপ্তাহ থেকে এই দিক নির্দেশনা মেনে আসছে।
সংক্রমণ এড়াতে ইনডিড নিয়োগ কোম্পানি তাদের প্রায় এক হাজার কর্মকর্তাকে ২য় দফা বাসা থেকে কাজ করার নির্দেশ দিয়েছে।
মূলত বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলো সতর্কতা মূলক ও এই ভাইরাসের সংক্রমণ থেকে প্রতিরোধক ব্যবস্থাপনার জন্য এমন ব্যবস্থার নির্দেশ দিয়েছে।
আয়ারল্যান্ডে এখনো এর প্রাদুর্ভব বা মহামারী ঘটেনি। তবে সবাইকে সচেতনতা অবলম্বন করতে বলা হয়েছে।