স্ট্র্রম বেল্লা – আয়ারল্যান্ডে হলুদ সংকেত

0
754

ভারী বর্ষণ ও ঝড় আঘাত হেনেছে আয়ারল্যান্ডে, যার নামকরণ করা হয়েছে স্ট্র্রম বেল্লা। যার বাতাসের বেগ ঘন্টায় ১১০ কিঃ মিঃ পর্যন্ত হতে পারে। আগামীকাল ভোর চারটা পর্যন্ত সমগ্র এয়ারল্যান্ডব্যাপী হলুদ সংকেত ঘোষণা করা হয়েছে। একত্রিতভাবে ঝড়ো ধমকা বাতাস, দানবাকার ঢেউ এবং ভারী বর্ষণের কারণে দেশের উপকূলবর্তী এলাকাগুলো প্লাবিত হবে বলে ধারণা করা হচ্ছে। সমগ্র আয়ারল্যান্ডব্যাপী আজ সারারাত জড় এবং ভারি বর্ষণ হতে পারে, যা ভোর পর্যন্ত স্থায়ী হতে পারে।

Facebook Comments Box