ফিলিস্তিনিদের জীবনের মূল্য আছে, ফিলিস্তিনি হওয়ার কারণে যেন মরতে না হয়, প্রাচীর নয় ভালোবাসার বন্ধন তৈরি করুন –এরকম নানা দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে শনিবারে ইসরাইলের রাস্তায় নামেন বহু ইসরাইলি। বিরোধিতা করেন দেশটির প্রধানমন্ত্রীর জর্ডান উপত্যকায় পশ্চিম তীর দখল পরিকল্পনার।
ঐদিন অবরুদ্ধ গাজায় অস্ত্রসজ্জিত গাড়িবহর নিয়ে মহড়া দিয়েছে ইসলামিক জিহাদ। সংগঠনটির সাবেক নেতা ডাক্তার রামদা সালাহর মৃত্যুর পর নিজেদের ঐক্য বোঝাতে এই সমাবেশ। পশ্চিম তীর জেরুজালেম এবং গাজা উপত্যকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের স্বপ্ন ফিলিস্তিনের। ১৯৬৭ সালে তিনটি অঞ্চলই দখলে নেয় ইসরাইল। ২০০৫ সালে গাজা থেকে সেনা প্রত্যাহার করলেও দু’বছর পর আরোপ করা হয় সর্বাত্মক অবরোধ।
Facebook Comments Box