এস এ রব: লক্ষীপুর -২ আসনের স্বতন্ত্র সাংসদ কাজী শহীদ ইসলামকে কুয়েতের পুলিশ কর্তৃক আটক করাকে কেন্দ্র করে যে ধুম্রজাল সৃষ্টি হয়েছিল বাংলাদেশের গণমাধ্যমে সেটার সঠিক তথ্য পাওয়া গেছে আজ সংযুক্ত আরব আমিরাতের দুবাই থকে প্রকাশিত ইংরেজী দৈনিক গালফ নিউজ থেকে ।
ঘটনার বিবরণে জানা যায় কুয়েতে ভিসা বাণিজ্যের নামে মানব পাচার ও অবৈধ মুদ্রা পাচার চক্রের অভিযোগে কাজী শহীদ ইসলামকে আটক করেছে কুয়েতের সিআইডি বিভাগ ।
বাংলাদেশের সাংসদকে অাটক করার বিষয়টি নিশ্চিত করেছে দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ।
কুয়েত সিটির মুসফির এলাকা থেকে গ্রেফতারের পর তাহাকে সিআইডি অফিসে নিয়ে যাওয়া হয় । তারপর সেখান থেকে আদালতে হাজির করা হলে কুয়েতের পাবলিক প্রসিকিউটর রিমান্ডের নির্দেশ দেন সিআইডির আবেদনের প্রেক্ষিতে ।
কুয়েত থেকে প্রকাশিত আরব টাইমসের বরাত দিয়ে জানা গেছে কাজী শহিদ ইসলাম কুয়েতে পাঠানোর জন্য কতিপয় ব্যাক্তিদের কাছ থেকে তিনি তিন হাজার করে দিরাম গ্রহণ করেছিলেন ।
অনদিকে কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের গণমাধ্যমে বাংলাদেশের সাংসদকে গ্রেফতারের খবর প্রচার করলেও এ নিয়ে আনুষ্টানিক কিছু জানা যায়নি সেখানকার বাংলাদেশের দুতাবাস থেকে ।
সূত্র :Daily Gulf news