চিঠি

0
571

প্রিয়তমেষু
পর সমাচার,
আশা করি ভালো আছেন
শরীর স্বাস্থ্য ভালো আপনার?

আমরাও আছি এক প্রকার
আপনাদের দোয়ায়,
যাচ্ছে সবই ভালো
আল্লাহ সহায়।

পর সমাচার এই যে
শুনেছেন নিশ্চয়,
কালো গাভীটি বাছুর দিয়েছে
সপ্তাহ দুই হয়।

বড় মেয়েটি এন্ট্রান্স দিল
মেঝোটি ক্লাস এইটে,
তার ছোটোটি বৃত্তি পেল
ফাইভ থেকে উঠেছে সিক্সে।

গনি মিয়া চেয়ারম্যান হইছে
এবারের ইলেকশনে,
নসু মিয়া ধরা খাইছে
বিপুল ভোটে।

কুবেরের শালী কপিলার
বিয়ে হল কদিন হইছে,
জামাই নাকি ভালোই কামায়
থাকে ফ্রান্সে।

মায়ের শরীরডা নড়বড়ে বেজায়
বাতের ব্যাথায় কাতর,
আপনার ভাবিও ঠান্ডায় পড়েছে
দেখাশুনায় হাকিম ডাক্তর।

ডায়বেটিকসটা কন্ট্রোলে আছে
দোয়া করবেন ভাই,
বয়স তো অনেক হল
দিন গুনে যাই।

আসেন না ভাবিসাহেবাকে নিয়ে
একবার ঘুরে যান,
কতদিন দেখিনা আপনার
চাঁদপানা মুখ খান।

অনেক কিছুই আছে বলার
লিখে কি যায় বলা,
আজকের মত রাখি তাহলে
আপনার উত্তরের পালা।

অপক্ষায় থাকব ডাকপিয়নের
দিবেন কিন্তু চিঠি,
এই বলে শেষ করলাম
আজকের মত ইতি।

স্নেহাশীষ
নিউটন

Facebook Comments Box