কৃতি তরুণ প্রজন্মকে সম্মাননা অ্যাওয়ার্ড প্রদান করলো লিমেরিক

0
107

বিগত বছরগুলোতে বাংলাদেশি বংশদ্ভুত তরুণ প্রজন্ম শিক্ষা ও খেলাধুলায় সফলতার জ্যোতি ছড়িয়ে এসছে। তাঁদের অবদানকে সন্মান জানিয়ে বাংলাদেশি কমিউনিটি লিমেরিক প্রদান করলো সম্মাননা সনদ ও পদক।

আয়ারল্যান্ডের ইতিহাসে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত প্রথম মেয়র জন মোরান সনদ ও পদক তুলে দেন পদক গ্রহণকারীদের হাতে। এছাড়াও লিমেরিক চেম্বার ও কমার্সের চিফ এক্সিকিউটিভ অফিসার ডি রায়ান এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান ও দায়িত্বরত সম্মানিত ব্যক্তিবর্গের হাত থেকেও সনদ ও পদক সংগ্রহ করেন পদক গ্রহীতারা।

অনুষ্ঠান আয়োজনে লিমেরিক বাংলাদেশি কমিউনিট সর্বাত্মকভাবে সহযোগিতা করে। বাংলাদেশি কমিউনিটি লিমেরিকের পক্ষ হতে ব্যতিক্রমধর্মী এ অনুষ্ঠানের উদ্যোগ ও সার্বিক পরিকল্পনা করেন ABAI এর বর্তমান ভাইস প্রেসিডেন্ট এবং BSAI এর সাবেক প্রেসিডেন্ট জনাব মনিরুল ইসলাম মনির। এর পূর্বে জনাব মনির কমিউনিটি WhatsApp গ্রুপ এবং ৮ অক্টোবর সাউথ কোর্ট হোটেলে একটি কমিউনিটি মিটিং-এ এই অনুষ্ঠানের সম্মতি গ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে তিনটি ক্যাটাগরিতে মোট ৭৭ টি পদক ও সার্টিফিকেট প্রদান করা হয়। তিনটি ক্যাটাগরি হচ্ছে, BSAI এর টানা তিনটি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়নশিপসহ ফুটবলে অবদানের স্বাক্ষরস্বরূপ লিমেরিক ফুটবল টিম, BSAI এর ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ সালের চ্যাম্পিয়ন সহ তিনবারের চ্যাম্পিয়ন লিমেরিক ক্রিকেট টিম এবং ২০১৯ সাল থেকে লিভিং সার্টিফিকেট পরীক্ষায় উত্তিন্ন সকল শিক্ষার্থীকে সন্মাননা প্রদান।

সার্টিফিকেট প্রদান করা হয় লিমেরিক সিটি এন্ড কাউন্টি কাউন্সিল থেকে যেখানে মেয়র জন মোরান ও কাউন্সিলর আজাদ তালুকদারের সাক্ষর রয়েছে। যে সার্টিফিকেটটি সারাজীবনের একটি স্মৃতি ও সুভিনিয়র হয়ে থাকবে। এছাড়াও সবাইকে নাম খোদাইকৃত সুদৃশ্য ক্রেস্ট প্রদান করা হয়।

মেয়র জন মোরান ও ডি রায়ান ছাড়া অন্য যে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, তাঁরা হচ্ছেন, কাউন্সিলর জনাব আজাদ তালুকদার, ABAI এর প্রেসিডেন্ট ডাঃ জিন্নুরাইন জায়গিরদার, BSAI এর প্রেসেডেন্ট জনাব চুন্নু মাতব্বর ও ABAI এর সাধারণ সম্পাদক জনাব আনোয়ারুল হক আনোয়ারসহ সন্মাননা গ্রহণকারীদের পিতামাতা ও লিমেরিকের সম্মানিত অধিবাসীগণ।

ABAI এর ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোজাম্মেল হকের কুরআন থেকে তিলয়াত দিয়ে অনুষ্ঠানটি র সূচনা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জনাব মনিরুল ইসলাম মনির ও সহযোগী হিসেবে থাকেন জনাব আজমল হোসাইন ও জনাব ওমর ফারুক নিউটন। সম্পূর্ণ অনুষ্ঠানের ছবি তুলে সহায়তা করেছেন জনাব মিজানুর রহমান নাসিম ও অর্থ সংগ্রহের দায়িত্বে ছিলেন জনাব তৌহিদ খান। অনুষ্ঠানটিতে খাবার ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন লিমেরিকের বাংলাদেশি কমিউনিটি।

সম্মাননা পেয়ে সবাই খুবই উচ্ছ্বসিত হন। এই সম্মাননা তাঁদেরকে ভবিষ্যতে সফল হতে অনুপ্রেরণা যোগাবে।

ছবি গ্যালারি

Facebook Comments Box