আবারো সংঘর্ষ ভারত -চীন সীমান্তে

0
702

ভারত-চীন সীমান্তে সংঘর্ষে জড়ানোর ঘটনা নতুন নয় ।আবারো ভারত-চীন সীমান্তে সংঘর্ষে জড়িয়েছে দেশ দুইটির সেনাবাহিনী। শনিবার উত্তর সিকিমে অবস্থিত নাকুলাতে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। এই ঘটনায় দুপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। -খবর আনন্দবাজার পত্রিকার ।

পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, মুগুথাং পেরিয়ে ৫ হাজার ফুট উচ্চতায় নাকুলা সেক্টরে দুপক্ষের প্রায় ১৫০ সেনার মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৪ জন ভারতীয় সেনা ও চীনা বাহিনীর ৭ জন আহত হয়েছেন। তবে সংঘর্ষটি বড় আকার ধারণ করার আগেই ঝামেলা মিটে যায়।

এই বিষয় নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের পক্ষে সেনাবাহিনীর সদর দফতরে যোগাযোগ করা হয় কিন্তু এ ব্যাপারে কিছু জানা নেই বলে সেখান থেকে বার্তা দেয়া হয়েছে। তবে সেনাবাহিনীর সাবেক এক সেনাকর্তা জানিয়েছেন নাকুলায় এ ধরনের ঘটনা সাধারণত ঘটে না ।

উল্লেখ্য, ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা আগেও ঘটেছে । ২০১৭ সালের আগস্টে লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে প্যাংগং লেক এলাকায় দুপক্ষের সেনারা পরস্পরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ।

Facebook Comments Box