অল বাংলাদেশী এসোসিয়েশন অব আয়ারল্যান্ড (আবাই ) এর নব নির্বাচিত কার্যকরী কমিটির প্রথম সভা ডাবলিনস্থ, ইসলামিক কালচারাল সেন্টার অব আয়ারল্যান্ডের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় গত ৫ই অক্টোবর ২০২২।
সভায় সভাপতিত্ব করেন আবাই এর নব নির্বাচিত সভাপতি ডা: জিন্নুরাইন জায়গীরদার । নব নির্বাচিত মহাসচিব আনোয়ারুল হক আনোয়ার সভা পরিচালনার দায়িত্ব পালন করেন। ধর্ম সম্পাদক মোজাম্মেল হক এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয় ।
স্বাগত বক্তব্যে সংগঠনের সভাপতি উপস্থিত কার্যকরী কমিটির সবাইকে নিজেদের সংক্ষিপ্ত পরিচিতি মূলক বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করেন । পাশাপাশি তিনি আজকের সভার আলোচ্য সূচী এবং সাংগঠনিক কার্য্যক্রমে নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “আমরা কার্যকরী কমিটির প্রত্যেকে যদি নিজেদের কাজ আন্তরিক ভাবে এবং ঐক্যবদ্ধ ভাবে করতে পারি তাহলে আবাই অবশ্যই আয়ারল্যান্ড বাংলাদেশ কমিউনিটির প্রত্যাশা পূরণে সক্ষম হবে” । তিনি সদস্যদের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আবাই যেন একটি পরিবার হয়ে কাজ করতে পারে সে আশা ব্যক্ত করেন ।
উপস্থিত সদস্যদের পরিচিতি পর্ব শেষে, সভার আলোচ্য বিষয় গুলি নিয়ে সদস্য বৃন্দ নিজেদের মতামত উপস্থাপন করেন । প্রায় চার ঘন্টা ব্যাপী অত্যন্ত প্রানবন্ত, আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কমিটির সদস্য বৃন্দ বক্তব্য তুলে ধরেন ।
সভায় অনেক গুলো বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয় –
১ ) আগামী ১৮ই অক্টোবর ২০২২ নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়। সভা চলাকালীন সময় সভাপতি জিন্নুরাইন জায়গীরদার , প্রধান নির্বাচন কমিশনার আজাদ তালুকদার কে শপথের তারিখ নির্ধারনের ব্যাপারে ফোন করেন এবং উভয় পক্ষের সম্মতিতে সিদ্ধান্ত চুড়ান্ত হয় ।
২ ) কার্যকরী কমিটির দ্বিতীয় সভা ১লা নভেম্বর ২০২২ লিমেরিক শহরে করার সিদ্ধান্ত গৃহীত হয় ।
৩ ) কার্যকরী কমিটির সকল সদস্য প্রতি মাসে ২০ ইউরো করে আবাই এর একাউন্টে জমা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয় ।
প্রথম সভায় অংশগ্রহনকারী কার্যকরী কমিটির সদস্য বৃন্দ –
ডা: জিন্নুরাইন জায়গীরদার ( সভাপতি )
আজিজুর রহমান মাসুদ ( সহ সভাপতি )
শাহীন রেজা ( সহ সভাপতি )
মনিরুল ইসলাম ( সহ সভাপতি )
কাজী শাহ আলম ( সহ সভাপতি )
আনোয়ারুল হক আনোয়ার ( সাধারণ সম্পাদক )
মাহমুদুল হাসান চৌধুরী ( যুগ্ম সাধারণ সম্পাদক )
ইজামামুল হক জুয়েল ( সাংগঠনিক সম্পাদক )
আব্দুল জলিল ( সহ সাংগঠনিক )
মুজিবুল হক ( সহ কোষাধক্ষ্য )
মো: সরোয়ার মোরশেদ ( দপ্তর সম্পাদক )
কবির আহমদ বাবুল ( প্রকাশনা সম্পাদক )
তারেক মাহমুদ ইকবাল ( সাংস্কৃতিক সম্পাদক )
মো: শরিফুল আলম ভূই্য়া ( সহ সাংস্কৃতিক সম্পাদক
রাব্বি খান ( ক্রিয়া সম্পাদক )
মোজাম্মেল হক ( ধর্মীয় সম্পাদক )
লোকমান হোসেন ( সহ ধর্মীয় সম্পাদক )
মোসাম্মৎ শম্পা লিলি ( মহিলা কল্যাণ সম্পাদিকা )
শিরিন আলম ( সহ মহিলা সম্পাদিকা )
মো: ইউসুফ ( আই টি সম্পাদক )
মজিবুর রহমান ( সমাজ কল্যাণ সম্পাদক )
শারিরীক অসুস্থতার কারনে অর্থ সচিব জনাব মোহাম্মদ তাউছমিয়া তালুকদার সভায় উপস্থিত থাকতে পারেন নি, তিনি সকলের দোয়া প্রার্থনা করেন। আয়ারল্যান্ডের বাহিরে থাকার কারনে জনাব মতিউর রহমান এবং রুহুল আমিন সম্মতিক্রমে অনুপস্থিত ছিলেন।
পরিশেষে সভাপতি সবাইকে ধণ্যবাদ জানিয়ে সভার কাজ সমাপ্তি ঘোষণা করেন ।