৬৩ আসনের প্রায় অর্ধেক আসনই শিন ফেইন পেয়ে নির্বাচনী দৌড়ে এগিয়ে

0
957

আয়ারল্যান্ডের রাজনীতিতে জাতীয়তাবাদী দল হিসেবে শিন ফেইন বিশেষ পরিচিত। ২০২০ এর নির্বাচনে এ দলটি এখন পর্যন্ত প্রাপ্ত ভোটে বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে এগিয়ে আছে। এটাকে শুধু সংখ্যা গরিষ্ঠতা বললে ভুল হবে প্রাপ্ত ফলাফলের অর্ধেক সংখ্যক আসন নিয়ে বিপুল সংখ্যাগরিষ্ঠতা সোহো রেকর্ড করে এগিয়ে আছে। যখন আমাদের এই রিপোর্ট তৈরী হচ্ছে তখন পর্যন্ত ৬৩টি আসনের ফলাফল ঘোষিত হয়েছে যার মধ্যে শিন ফেইন একই ২৯ টি আসনে জয় লাভ করেছে।

শিন ফেইনের এই জয়কে বিশেষজ্ঞরা গুরুত্ব সহকারে মনিটর করছে। ধারণা করা হচ্ছে এই দলটি প্রয়োজনীয় একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন না করতে পারলেও এর কাছাকাছি থাকতে পারে। আগামী ২৪ ঘন্টা আমাদেরকে অপেক্ষা করতে হতে পারে সকল আসনের নির্বাচনী ফলাফল পেতে। দেখার বাকি শিন ফেইনের এ হাসি কতদূর পর্যন্ত কোলম্যান থাকে। শিন ফেইন জয়ী হতে পারলে আয়ারল্যান্ডের রাজনীতিতে আমূল পরিবর্তন আসবে।
উল্ল্যেখ্য এখন পর্যন্ত ১১টি আসন ফিনে, ১০ টি আসন ফিয়ানা ফাইল, ৬ টি ইন্ডিপেন্ডেন্ট ও বাকী ৭ টি অন্যান্য দল পেয়েছে।

আইরিশ নির্বাচনের সকল গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য বাংলায় আমাদের পোর্টালে পাবলিশ করা হবে ধারাবাহিক ভাবে। রাজনীতি সচেতন সকলকে আমাদের সাথে ধৈর্য্য সহকারে থাকার জন্য অনুরোধ করা গেল।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here