১৭০ চিকিৎসক দেশে করোনাভাইরাসে আক্রান্ত

0
1051
Irish Bangla Times
Irish Bangla Times

সারা দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৭০ চিকিৎসক।এর মধ্যে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন দুজন। তন্মধ্যে চারজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।এছাড়া অনিরাপদ অবস্থায় আক্রান্ত সহকর্মী কিংবা রোগীর সংস্পর্শে আসায় আরো ৪০০ জনের বেশি চিকিৎসক কোয়ারেন্টিনে আছেন।
বাংলাদেশী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফোরাম (বিডিএফ) সোমবার এ তথ্য জানিয়েছে।
সংগঠনটির হিসাবে অন্তত ৮০ জন নার্সসহ ৩০০ জনের বেশি স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনাভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন।
বিডিএফের তথ্যানুযায়ী, ঢাকা বিভাগে ১৪৩ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এরমধ্যে সরকারি হাসপাতালে ৯৪ জন, বেসরকারি হাসপাতালগুলোতে ৩৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৮ জন এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৮ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।
ময়মনসিংহ বিভাগে সরকারি হাসপাতালগুলোয় ৭ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জনের মধ্যে ৬ জন সরকারি হাসপাতালের-একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।
এছাড়া বরিশাল বিভাগে ৬ জন, রংপুর বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৩ জন এবং সিলেট বিভাগে একজন চিকিৎসক আক্রান্ত হয়েছেন ।
করোনায় আক্রান্ত হয়ে গত ১৫ এপ্রিল মারা গেছেন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মো. মঈন উদ্দিন। দেশে এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ১০১ জনের মধ্যে তিনিই একমাত্র চিকিৎসক।
বিডিএফের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ডা. নিরুপম দাশ গণমাধ্যমকে বলেন, আমরা মনে করি ত্রুটিযুক্ত পিপিইর কারণে চিকিৎসকরা আক্রান্ত হচ্ছে। পিপিই নাই এ কথা আমরা বলছি না বরঞ্চ মানসম্মত পিপিইর অভাব রয়েছে। এছাড়া বেশিরভাগ রোগীরা হাসপাতালে এসে তথ্য গোপন করছেন, চিকিৎসকরা আক্রান্ত হওয়ার এটাও বড় কারণ বলে মনে করি।
এই সঙ্কটকালে চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিতের ওপর জোর দিয়েছে বিডিএফ।

Facebook Comments Box

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here