সব প্রেম প্রেম নয় – সাজেদুল চৌধুরী রুবেল

0
894
IBT

সব প্রেম প্রেম নয় –
সাজেদুল চৌধুরী রুবেল


ভালোবাসা কি ক্যালকুলেসন করে হয়? হয়না।
ভিখিরির দরোজায় রাজার কড়া নাড়ানোর নাম ভালোবাসা।
বাদশাহর পদযুগলে গরিবের আর্তনাদ আর আস্ফালনের নাম ভালোবাসা।
এ ভালোবাসা নাকি স্বর্গীয়, স্বর্গেই এর জন্ম। ওখান থেকেই ডানা মেলে উড়ে উড়ে আসে মর্তের পৃথিবীতে।
লাইলি মজনু, শিরি ফরহাদ, ইউসুফ জুলেখা এমোন অনেক নাম না জানা প্রেম উপাখ্যান
এ স্বর্গীয় ভালোবাসারই বিমূর্ত প্রতীক। সম্পর্কের
নিছক ফ্রেমেও যেনো আটকে থাকেনা এ ভালোবাসা।
পুতুল পুতুল মায়াবী সন্তানের সম্পর্ক ছিন্ন করে
মা কখনো কখনো হয়ে ওঠেন প্রেম বুভুক্ষা,
মনের ভেতরে ছায়া হয়ে থাকা রাজপুত্তুরের মাঝেই
খুঁজে পান আত্মতৃপ্তি আর শান্তির প্রসাধ।
মাঝবয়সী বেরসিক প্রেমিক বাবা
বিয়েযোগ্য পুত্রকন্যার চোখে ধুলো দিয়ে
ডুব দেন প্রেমের অথৈ জলে। স্ত্রীর বুকে মাথা রেখেও
চুলের গন্ধ নেন ওই বিধবা যুবতীর কিংবা
প্রবাসী স্ত্রীর বিরহী হৃদয়ে ঢু মেরে জাগিয়ে তোলেন বসন্ত। হয়ে ওঠেন কান্ডারি হিয়া।

ভালোবাসা কোনো জাতপাত বুঝে না, আটকে থাকেনা সুচি অসুচির কোনো নিয়ম বলয়ের মাঝে
ধর্মের কঠিন প্রাচীর ভেদ করে তাই
মধ্য গগনে উড়ে বেড়ায় পাগল প্রেমিকমন। এ ভালোবাসার শস্যদানা খুঁজতে গিয়েই কবি একদিন ধূমকেতু হয়ে উঠেছিলেন। বাজিয়েছিলেন অগ্নিবীণা আশালতার উষ্ণ বুকে।

ভালোবাসা যখন এভাবে ভালোবাসারই হয় কটাক্ষ শিল্পী
ভালোবাসা যখন ভালোবাসাকেই হানে আঘাত
ভালোবাসা যখন হয়ে উঠে বিদ্রোহী ভালোবাসারই
কী দাম সে ভালোবাসার? যে ভালোবাসা স্ত্রীর হৃদয়ে পীড়ন ঘটায়, স্বামী হারায় তার স্বাভাবিকত্ব
যে ভালোবাসা মাতাপিতার রাতের ঘুম কেড়ে নেয়
সে কি ভালোবাসা? সে কি প্রেম? এ কেমন স্বর্গীয়?

সব প্রেম প্রেম নয়, সব নয় স্বর্গীয়
কিছু কিছু আছে বটে, কিছু পরিত্যাজ্য।

লিমরিক
১৩ জানুয়ারী ২০২১

Facebook Comments Box