“সংবাদ বিজ্ঞপ্তি” ভাষার মাস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ।

0
586

সংবাদ বিজ্ঞপ্তি

ভাষার মাস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ।।
সৈয়দ জুয়েল। গলওয়ে।

আগামী রোববার লিমরিকের ইউনিভার্সিটি অফ লিমরিকের নর্থ ক্যাম্পাস মাঠে ভাষার মাস উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করতে যাচ্ছে গলওয়ে টাইগার্স ফুটবল ক্লাব। কাউন্টি কেরি ও কাউন্টি গলওয়ের এক ঝাঁক বাংলাদেশি তরুন এ খেলায় অংশগ্রহন করবে। উক্ত খেলা উপভোগ করতে সকল বাংলাদেশিদেরকে মাঠে উপস্থিত হয়ে উৎসাহ দেয়ার জন্য অনুরোধ জানিয়েছে গলওয়ে ও কেরির খেলোয়ারা। আয়ারল্যান্ডে এই প্রথম ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে প্রীতি এ ম্যাচটি।

বাংলাদেশ,আয়ারল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এ সকল তরুনদের মাঝে সেতুবন্ধনে এরকম আয়োজন নিঃসন্দেহে সহায়ক ভূমিকা পালন করবে। আর এই পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে গলওয়ে বাংলাদেশ কমিউনিটি। আগামী রোববার বিকাল তিনটায় শুরু হবে এ ম্যাচটি।

Facebook Comments Box