শোক সংবাদ শোক সংবাদ

0
822
Farid Khan

অত্যান্ত দুঃখ ভারাক্রান্ত হৃদ​য়ে জানানো যাচ্ছে যে, বান্ডুরান, কাউন্টি স্লাইগো নিবাসী বাংলাদেশী ব্যাবসায়ী জনাব ফরিদ খান অজ রবিবার বেলা আনুমানিক ২ ঘটিকায় এক আকষ্মিক স​ড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে মরহুমের বয়স ৪০ এর কোটায় ছিলো।

মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করি।
দুর্ঘটনার সম​য় গাড়িতে তার স্ত্রি ও ছেলে ওবস্থান করছিলেন । তারা গুরুতর আহত হয়ে স্লাইগো হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

Facebook Comments Box