লিও ভারাদকার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে আবার আসছেন

0
395

আগামী ১৭ই ডিসেম্বর লিও ভারাদকার প্রধানমন্ত্রী মিহল মার্টিন থেকে প্রধানমন্ত্রীত্ব বুঝে নিচ্ছেন।

২০২০ সালে কোয়ালিশন সরকার গঠনের সময় পালাক্রমে প্রধানমন্ত্রী পরিবর্তন এর এই চুক্তি বাস্তবায়ন হয়েছিল। তারই ধারাবাহিকতায় লিও ভারাদকার আবারো বসতে যাচ্ছেন প্রধানমন্ত্রীর চেয়ারে।

প্রধানমন্ত্রী পরিবর্তনে মন্ত্রিসভায়ও কিছু রদবদল হবে। তবে কিছু কিছু স্থানে কোন পরিবর্তন হবে না, যেমন হাউজিং মিনিস্টার এর স্থান।

করণাকালীন সময়ে লিও ভারাদকার একজন সফল প্রধানমন্ত্রী ছিলেন। সে সময় তিনি প্রচুর জনপ্রিয়তা লাভ করেন। তবে তিন বছর আগে সরকারের একটি গোপন নথি তার এক বন্ধুর নিকট শেয়ার করার জন্য এখনো পাবলিক অফিস এক্ট এর তদন্ত চলতেছে।

বিগত দুই বছর প্রধানমন্ত্রী হিসেবে মিহল মার্টিনও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। আগামী ১৫ই ডিসেম্বর হবে প্রধানমন্ত্রী হিসেবে মিহল মার্টিনের শেষ দিন।

Facebook Comments Box