মিরপুরে লিটন-মুশফিকের বীরত্ব

0
406


২৪
রানে নেই বাংলাদেশের উইকেট। সেখান থেকে দলের হাল ধরেন মুশফিকুর রহিম লিটন দাস। দেখেশুনে খেলতে থাকেনঅভিজ্ঞ দুই ব্যাটার। বিপর্যয় সামলিয়ে মিরপুরে বীরত্ব রচনা করেন তারা। দুজনই  পেয়েছেন শতকের দেখা। গড়েছেন ২৫৩রানের জুটি।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ উইকেটে ২৭৭ রান। মুশফিক ১১৫ লিটন ১৩৫ রানে অপরাজিত আছেন। অন্যব্যাটারদের মধ্যে মাহমুদুল হাসান জয়, সাকিব আল হাসান তামিম ইকবাল শূন্য রানে আউট হয়েছেন। নাজমুল হোসাইন শান্ত অধিনায়ক মুমিনুল হক রান করেছেন।

এদিকে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে নিজের অষ্টম শতক। আজ (২৩ মে) দ্বিতীয় টেস্টের প্রথম দিনতুলে নিলেন নবম শতক। টানা দুই ইনিংসে দুটি সেঞ্চুরি করে মুশফিক জানান দিলেন তিনি ফুরিয়ে যাননি। শতক পূর্ণ করতে২১৮ বল মোকাবিলা করেছেন মুশফিকুর রহিম। উইলোতে ১১টি চারের মার। কোনো ছক্কা মারেননি। অন্য ব্যাটার লিটন দাসতুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারে তৃতীয় শতক। ১৪৯ বল মোকাবিলায় তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন এই উইকেটকিপারব্যাটার। উইলোতে রয়েছে ১৩টি চারের মার। কোনো ছয়ের মার নেই।

আজ সকালে দিনের প্রথম সেশনের শুরুর ৪৫ মিনিটেই উইকেট হারিয়ে বসে টাইগাররা। তখন দলের স্কোর ছিল ২৪ রান।সেখান থেকে অনবদ্য এক গল্প লিখা শুরু করেন মুশফিকুর রহিম লিটন দাস।  দুই ডানহাতি ব্যাটসম্যান শুরুতে উইকেটে থিতুহতে সময় নিয়েছিলেন। এরপর প্রতি আক্রমণে জোড়া সেঞ্চুরিতে জবাব দেন তারা।

ইত্তেফাক অনলাইন ডেস্ক

Facebook Comments Box