একসাথে নয়টি সুস্থ সন্তানের জন্ম দিলেন পশ্চিম আফ্রিকার মালির ২৫ বছর বয়সী এক নারী। যার মধ্যে পাঁচজন মেয়ে ও চারজন ছেলে সন্তান। এতগুলো সন্তানের জন্ম হওয়ার পরও মা ও সন্তানরা সুস্থ রয়েছেন।
ডাক্তাররা ধরে নিয়েছিলেন তিনি সাতটি সন্তান প্রসব করতে যাচ্ছেন, কারণ তার স্ক্যান পরীক্ষায় তেমনটিই ধরা পড়েছিল। কিন্তু প্রসবের পর দেখা গেল নয় সন্তান ছিল তার গর্ভে। ওই প্রসূতিকে নিয়ে এমন ঘটনা চিকিৎসকদেরও কল্পনাতীত ছিল।
হালিমার স্বামী বলেন “আমি খুবই খুশি, আমার স্ত্রী এবং বাচ্চারা সবাই ভাল আছে।”
মালির স্বাস্থ্যমন্ত্রী ফ্যান্টা সিবি জানান, পাঁচ মেয়ে ও চার ছেলের জন্ম দিয়েছেন হালিমা। সাথে সকল চিকিৎসক, নার্সদের ধন্যবাদও জানিয়েছেন তিনি। পাশাপাশি জানান, মা ও তার সন্তানরা সুস্থ রয়েছেন।

আমেরিকার একজন নারী ২০০৯ সালে একসাথে ৮টি শিশুর জন্ম দিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড-এ নাম উঠিয়েছিলেন। একসাথে সর্বাধিক সংখ্যক জীবিত শিশুর জন্ম দেয়ার ক্ষেত্রে এতদিন এটাই ছিল গিনেসে নথিভুক্ত বিশ্বরেকর্ড।
একসাথে নয় সন্তানের জন্ম দেয়ার ঘটনা প্রথম প্রত্যক্ষ করা গিয়েছিল ১৯৭০-এর দিকে। ঘটনাটি ঘটে সিডনিতে। তবে কোনো সদ্যজাতই বাঁচেনি। তবে, এবার হালিমার নয়টি শিশুই সুস্থ রয়েছে। খুব শিগগিরই বাড়ি ফিরবে তারা।
একসাথে নয় সন্তান প্রসবের এটা একটা নতুন রেকর্ড।