প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলি আগস্টের শেষের দিকে চালু হওয়ার কথা

0
658

প্রধানমন্ত্রী  আজ এই ম‌র্মে  নিশ্চিত করেছেন যে আয়ারল্যান্ডের প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলি  আগস্টের শেষের দিকে পুনরায় চালু হবে।


মন্ত্রিসভার বৈঠকের পর সরকারি ভবনে আজ বিকেলে এক সংবাদ সম্মেলনে  প্রধানমন্ত্রী   লিও ভারাদকার  এই  ঘে‌াষণা দি‌য়ে‌ছেন ।  আগ‌স্টের  শেষের দি‌কে  স্কুল  চালু করার বিষয়ে শিক্ষামন্ত্রী জো ম্যাকহাগের  মেমোর উদ্ধৃতি  দি‌য়ে লিও ভারদকার বলেন, পুনরায় স্কুল খোলার পর শিক্ষার্থী‌দের সুরক্ষা নি‌শ্চিত কর‌ার ল‌ক্ষ্যে  কম ‌‌ঝুঁকির বিষয়গু‌লি নি‌য়ে তারা গ‌বেষণা কর‌ছেন । 
সূত্র : Independen

Facebook Comments Box